মুম্বাই, ১০ মার্চ- সম্প্রতি বলিউড অভিনেত্রী বিপাশার বসুর বিরুদ্ধে অপেশাদারিত্বের অভিযোগে সরগরম হয়ে ওঠে সোশ্যাল মিডিয়া। এবার সেই সোশ্যাল মিডিয়াতেই খোলা চিঠি লিখলেন তিনি। চিঠিতে তার বিরুদ্ধে আনা অভিযোগের জবাব দিয়েছেন। জানা যায়, ইন্ডিয়া-পাকিস্তান-লন্ডন ফ্যাশন শোয়ে গিয়ে র্যাম্পে না হাঁটায় আয়োজকদের তোপের মুখে পড়েছিলেন তিনি। এই ফ্যাশন শোয়ের কর্তৃপক্ষের অভিযোগ ছিল, র্যাম্পে হাঁটা নয়, স্বামী করণ সিংহ গ্রোভারকে লন্ডন দেখানোর জন্যই আয়োজকদের পয়সায় বেড়াতে এসেছিলেন বিপাশা। কর্তৃপক্ষের এই অভিযোগের বিরোধিতা করে শুক্রবার একটি খোলা চিঠি পোস্ট করেন বিপাশা। নায়িকার দাবি, ওই ফ্যাশন শোতে যোগ দেওয়ার জন্যই লন্ডনে গিয়েছিলেন তিনি। কিন্তু সেখানে গিয়ে খুবই খারাপ অভিজ্ঞতা হয় তার। বিপাশার বক্তব্য, স্বামীর সঙ্গে লন্ডনে পৌঁছানোর পর কোনও সৌজন্য তো দেখানো হয়নি, উল্টে র্যাম্পে হাঁটা নিয়ে তার সঙ্গে দরকষাকষি শুরু করেন আয়োজকরা। অথচ আগে নায়িকার দেওয়া সমস্ত শর্তেই নাকি রাজি হয়েছিলেন ফ্যাশন শো কর্তৃপক্ষ। কিছুদিন আগেই টুইটারে সংবাদ মাধ্যমের ভূমিকার নিন্দা করেছিলেন খোলা চিঠিতে বিপাশা লেখেন, আমার আত্মসম্মান আছে। ওখানে গিয়ে শুধুমাত্র হাত নাড়ানোর কোনও মানে হয় না। আয়োজকদের পয়সায় স্বামী কর্ণকে লন্ডন দেখানোর বিষয়েও এ দিন আয়োজকদের এক হাত নিয়েছেন বিপস। চিঠিতে জানান, শো বাতিল করার পর আগে থেকে বুকিং করা হোটেল এবং ট্যুর প্যাকেজ ক্যানসেল করে ফের নিজের পয়সায় সেগুলি বুক করেন তিনি। এ দিনের চিঠিতে ম্যানেজারকে আঁচড়ে দেওয়ার বিষয়টিও সম্পূর্ণ ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন বিপাশা। আর/১৭:১৪/১০ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2mqDv8f
March 11, 2017 at 12:00AM
10 Mar 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top