কলম্বো, ১৯ মার্চ- বাংলাদেশ দলের শততম টেস্ট ম্যাচে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে বাংলাদেশ দল। ঐতিহাসিক এ ম্যাচে বাংলাদেশকে ১৯১ রানের লক্ষ্য দিয়েছিল শ্রীলঙ্কা। তবে এর চেয়ে কম রানের লক্ষ্য দিয়ে প্রতিপক্ষকে বেঁধে ফেলার রেকর্ডও আছে লঙ্কানদের। ২০০-এর নিচে লক্ষ্য দিয়ে শ্রীলঙ্কানরা জিতেছে দুবার। একটিতে হারিয়েছে পাকিস্তানকে, অন্য দল ভারত। ২০০৯ সালের জুলাইয়ে গলে পাকিস্তানকে ১৬৮ রানের লক্ষ্য দেয় শ্রীলঙ্কা। ২ উইকেটে ৭১ রান তোলা পাকিস্তান ৪৬ রানের মধ্যে বাকি ৮ উইকেট হারিয়ে অলআউট ১১৭ রানে। এই আট উইকেটের চারটিই রঙ্গনা হেরাথের। শ্রীলঙ্কা গল টেস্ট জিতে যায় ৫০ রানে। পরেরটি ২০১৫ সালের আগস্টে, গলেই ভারতকে ১৭৬ রানের লক্ষ্য দিয়েছিল শ্রীলঙ্কা। বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, রোহিত শর্মাদের নিয়ে গড়া ভারতের ব্যাটিং লাইনআপ মুখ থুবড়ে পড়ে ১১২ রানে। হেরাথের দুর্দান্ত বোলিংয়ে ভারত ম্যাচ হারে ৬৩ রানে। বাঁহাতি স্পিনার নেন ৪৮ রানে ৭ উইকেট। আজও হেরাথের আঘাতেই শুরুতে চাপে পড়ে বাংলাদেশ। তবে সাকিব-সাব্বির-মুশফিকের দুর্দান্ত ব্যাটে জয় নিয়েই মাঠ ছাড়ে টাইগাররা। এফ/২১:১৪/১৯ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2nop33x
March 20, 2017 at 03:20AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top