মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম কংগ্রেস বক্তৃতায় ‘আমেরিকান চেতনা পুনরুজ্জীবিত’ করার অঙ্গীকার করেছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ‘আমেরিকান চেতনার পুনরুজ্জীবন’ প্রত্যক্ষ করছে।
ট্রাম্প সম্প্রতি ইহুদী সমাধিক্ষেত্রে তা-ব ও কানসাসে ঘৃণাজনিত হামলায় এক ভারতীয়কে হত্যার তীব্র নিন্দা জানান।
মঙ্গলবার রাতে ঘণ্টাব্যাপী দীর্ঘ বক্তৃতায় ট্রাম্প সাম্প্রতিক ঘৃণাজনিত অপরাধের উল্লেখ করে বলেন, ‘আমরা এমন একটি দেশে বাস করি যেখানকার মানুষ একসাথে সব ঘৃণাজনিত অপরাধের নিন্দা জানায়। এদেশের মানুষ সব ধরনের অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ।’
অভিবাসীদের ব্যাপারে তিনি বলেন, এ বিষয়ে ‘বাস্তবসম্মত ও ইতিবাচক’ সংস্কার সম্ভব।
তিনি অবৈধ অভিবাসীদের বৈধতা প্রদানে একটি উপায় বের করতে পারেন বলে উল্লেখ করেন।
এই ইস্যুতে মার্কিন আইনপ্রণেতাদের উদ্দেশ্যে বক্তব্য দেয়ার সময়ে তিনি ‘অভিবাসন আইন প্রয়োগের মাধ্যমে’ মার্কিন নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার করেন।
তিনি এর আগে গৃহীত বিভিন্ন পদক্ষেপের ব্যাপারে আত্মপক্ষ সমর্থন করেন। তিনি ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ বাণিজ্য চুক্তি প্রত্যাহার ও মার্কিন-মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের ব্যাপারে যুক্তি তুলে ধরেন।
from যুক্তরাজ্য ও ইউরোপ – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2mJxYZd
March 01, 2017 at 02:34PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন