মুম্বাই, ০১ মার্চ- বাস্তব জীবনের সুখী দম্পতি ঐশ্বরিয়া রাই এবং অভিষেক বচ্চন দীর্ঘ ৭ বছর ধরে পর্দায় জুটি বাঁধেননি। যদিও সিনেমা করতে গিয়েই তাদের প্রণয় হয়েছিল। দীর্ঘ বিরতির পর ফিল্মি পর্দায় আবারও একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন বলিউডের এই হট কাপল। বিষয়টি এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে জানানো না হলেও বলিউডের আকাশে বাতাসে চলছে জোর গুঞ্জন। ৭ বছর আগে অ্যাশ-অভিকে শেষ দেখা গিয়েছিল মণিরত্নমের রাবণ মুভিতে। বক্স অফিসের তেমন সাড়া না ফেললেও সে ফিল্মে অ্যাশ-অভির রসায়ন বেশ চোখে পড়েছিল। এ বার সেই রসায়নই ফের দেখা যেতে পারে অনুরাগ কাশ্যপ প্রযোজিত গুলাব জামুন মুভিটিতে। হাল্কা চালের রোম্যান্টিক গল্পের মুভি এটি। স্ক্রিপ্টও নাকি দুজনেরই বেশ পছন্দ হয়েছে। আর তাতেই জোর জল্পনা শুরু হয়েছে গুলাব জামুন নিয়েই ফের একসঙ্গে আসছেন অ্যাশ-অভি। আরও শোনা যাচ্ছে যে, ছবিটিতে নাকি অভিনয় করতে যাচ্ছেন ঐশ্বরিয়ার শ্বশুর বিগ বি. অমিতাভ বচ্চন। তিনি গুলাব জামুন এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন। সবকিছু সত্য হলে, আবারও এই তারকা পরিবারের তিন সদস্যকে একসঙ্গে বড়পর্দায় দেখবে দর্শকরা।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2mrVkXc
March 01, 2017 at 08:48PM
01 Mar 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top