মো. আবুল কাশেম, বিশ্বনাথ (সিলেট ) প্রতিনিধি :: চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ’র অন্তর্ভূক্ত ‘ফাস্টলিড সিকিউরিটি লিমিটেড (লাইসেন্স নং ১২২)’ কর্তৃপক্ষের বিরুদ্ধে ২০ কোটি টাকার শেয়ার হাতিয়ে নেয়ার অভিযোগ এনে সিলেটের বিশ্বনাথে ‘সংবাদ সম্মেলন’ করেছেন স্থানীয় বিনিয়োগকারীরা। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিনিয়োগকারীরা অভিযোগ করেন বিশ্বনাথের ২৮৫ জন গ্রাহকের সঙ্গে প্রতারণা করে ওই টাকা হাতিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। এসময় লিখিত বক্তব্য পাঠ করেন ক্ষতিগ্রস্থ বিনিয়োগকারী তালেব আহমদ গোলাপ।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ক্ষতিগ্রস্থ বিনিয়োগকারীরা সিলেট আল-হামরা শপিংস্থ ‘ফাস্টলিড সিকিউরিটি লিমিটেড’র বিশ্বনাথ উপজেলার মা-মনি ম্যানশনস্থ শাখা অফিসের মাধ্যমে ২০০৭ সাল থেকে শেয়ার ক্রয়-বিক্রয় করে আমরা আসছি। ২০১০ সালে শেয়ার মার্কেটের বিরাট পতনের কারণে বেশির ভাগ বিনিয়োগকারী নিজের ক্রয়কৃত শেয়ার বিক্রয় না করে অপেক্ষমান ছিলেন এবং নিয়মিত বোকার হাউজেও আসা-যাওয়া করতেন না।
চলতি সময়ে ‘প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী’র সদিচ্ছায় শেয়ার মার্কেট কিছুটা উর্ধ্বমুখী হলে বিনিয়োগকারীরা বোকার হাউজের সঙ্গে নিয়মিত যোগাযোগ শুরু করে নিজেদের শেয়ার বিক্রয় করতে চাইলে বোকার হাউজ কর্তৃপক্ষ বিনিয়োগকারীদের অবহিত করেন যে তাদের একাউন্টে কোন শেয়ার নেই। আবার অনেক বিনিয়োগকারীর ‘ক্যাশ লভ্যাংশ’ স্টক লভ্যাংশে জমা হয় নাই। এমনকি অনেকগুলো একাউন্টে মাইনাস ব্যালেন্স দেখা যায়।
লিখিত তিনি আরও বলেন, বিনিয়োগকারীদের শেয়ার বিক্রয় করার অনুমতি কাউকে না দেয়ার পরও বোকার হাউজ কর্তৃপক্ষ বিভিন্ন তারিখে জালিয়াতির মাধ্যমে বিক্রয় করেছে। তথাপি শেয়ার বিক্রয়ের বিষয়টি বিনিয়োগকারীদের না জানিয়ে, গোপন রাখে বোকার হাউজ কর্তৃপক্ষ। পরবর্তি সময়ে বিষয়টি জানতে পেরে বিনিয়োগকারীরা সিলেটস্থ ‘ফাস্টলিড সিকিউরিটি লিমিটেড’র হেড অফিসে গিয়ে ব্যবস্থাপনা পরিচালকবৃন্দের সঙ্গে ৩/৪ বার যোগাযোগ করে প্রতারণার বিষয়টি অবহিত করেন। ২৬ জানুয়ারী ব্যবস্থাপনা পরিচালক বরাবরে লিখিত অভিযোগপত্রও দায়ের করা হয়। এরপরও কর্তৃপক্ষের কাছ থেকে কোনো সদত্তোর না পেয়ে ১৪ ফেব্রুয়ারী সি.এস.ই’র সিলেট শাখার ব্যবস্থাপনা পরিচালক বরাবরে পৃথক আরেকটি স্মারকলিপি প্রদান করেন বিনিয়োগকারীরা। দীর্ঘদিন পেরিয়ে গেলে তারাও ক্ষতিগ্রস্থ বিনিয়োগকারীদের কোনো সদত্তোর দেননি। তাদের কাছে ‘ডিপিএ সিক্স’ দেয়ার কথা বললেও কর্তৃপক্ষ বিনিয়োগকারীদের তা দেন নি।
শেয়ার বাজারে বিনিয়োগ করে ‘ফাস্টলিড সিকিউরিটি লিমিটেড’র কর্তৃপক্ষের প্রতারণার শিকার হয়ে নিঃস্ব হয়ে যাওয়া ওই ক্ষতিগ্রস্থ বিনিয়োগকারীরা নিজেদের মূলধন ফিরে পেতে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, দুদক’সহ সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্ঠি কামনা করেছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ক্ষতিগ্রস্থ বিনিয়োগকারী আবদুল কদ্দুছ, আবুল কালাম-১, আবদুল মজিদ, আবদুছ সামাদ শিকদার, আবদুল মালিক, ধন মিয়া, ছরুপ মিয়া, ফরিদ মিয়া, আবুল কালাম-২ প্রমুখ।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2mn4pwZ
March 14, 2017 at 04:40PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.