চলতি বছরেই বিয়ের পিড়িতে বসবেন কণা

বাংলা গানের তরুণ প্রজন্মের শিল্পী কণা। অনেক চড়াই-উতরাই পার করে চলচ্চিত্র, অ্যালবাম ও স্টেজসহ প্রতিটি ক্ষেত্রে নিজের অবস্থান তৈরি করেছেন তিনি। বর্তমানে স্টেজ শো নিয়ে সারা বছরই ব্যস্ত থাকেন এ তারকা।

2016_04_01_16_02_44_wGTpRkwBusyPFMqvk7GGsW65QQznMh_original

গত বছর কণার দুটি গান বেশ জনপ্রিয়তা পায়। এর মধ্যে একটি ‘রেশমি চুড়ি’ এবং অন্যটি ‘বসগিরি’ ছবির ‘দিল দিল দিল’। বর্তমানে সিনেমার গান নিয়েই ব্যস্ততা বেশি। বেশ কয়েকটি ছবির প্লেব্যাক করছেন তিনি।

গত বছর বিয়ে করার কথা জানিয়েছিলেন এ শিল্পী; কিন্তু ইচ্ছে পূরণ হয়নি। কিন্তু এ বছর বিয়ে করা হচ্ছে কিনা জানতে চাইলে কণা বলেন, ‘আমার কাছে বিয়ে একটি পবিত্র বন্ধন ও শুভ একটি সম্পর্কের নাম। বিষয়টি নিয়ে তাই তাড়াহুড়ো করতে চাই না। এ বছরই বিয়ের বাদ্য বাজতে পারে। তবে আমি মনে করি, বিয়ের বিষয়টি সৃষ্টিকর্তার হাতেই রয়েছে। দেখা যাক কী হয়।’



from ঢাকা – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2m1JErf

March 03, 2017 at 09:57AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top