কুমিল্লায় বিচারক ছুটিতে, রায় পেছালো ৪ জঙ্গির

নিজস্ব প্রতিবেদক ● সোমবার কুমিল্লার আদালতে বহুল আলোচিত ও শীর্ষ জেএমবি নেতা শায়খ আবদুর রহমানের ছেলে নাবিলসহ ৪ জঙ্গির ৩ মামলার রায় ঘোষণার দিন ধার্য থাকলেও তা হচ্ছ না।

জেলা দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক নুরুন নাহার শিউলি ছুটিতে থাকায় রায় ঘোষণা হচ্ছে না বলে নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পিপি আবু তাহের।

এর আগে কুমিল্লার অতিরিক্ত দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক নুরুন নাহার বেগম শিউলী জঙ্গিদের বিরুদ্ধে দায়ের করা ৩টি অস্ত্র ও বিস্ফোরক মামলার রায় দেবেন বলে আদালত সূত্র থেকে জানানো হয়েছিল।

এদিকে রায় ঘোষণাকে কেন্দ্র করে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে আদালতের সড়ক, আদালত প্রাঙ্গণ এবং এর আশপাশের এলাকায় জোরদার নিরাপত্তার ব্যাবস্থা করা হয়েছে।

শীর্ষ জঙ্গি নেতা শায়খ আবদুর রহমানের ছেলে নাবিল রহমান ছাড়াও মামলার অপর আসামিরা হচ্ছে, জঙ্গি আলমগীর হোসেন, রঙ্গিলা ওরফে সোহেল ও মোস্তাফিজুর রহমান।



from Comillar Barta™ http://ift.tt/2nfVba5

March 13, 2017 at 08:52PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top