উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ও হাসপাতালে বাড়ানো হচ্ছে নিরাপত্তা

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, শিলিগুড়িঃ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিরাপত্তা বাড়াতে তত্পর মেডিকেল কর্তৃপক্ষ ও প্রশাসন। নিরাপত্তার স্বার্থে বসানো হচ্ছে ১০৪টি নতুন সিসিটিভি ক্যামেরা। এছাড়াও মেডিকেল চত্বরে পুলিশি নিরাপত্তা বাড়ানো হচ্ছে।

সম্প্রতি কলকাতা মেডিকেল কলেজে শিশু চুরির ঘটনার পরই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ কর্তৃপক্ষ নড়েচড়ে বসে। কী করে মেডিকেল কলেজের নিরাপত্তা বাড়ানো যায় তা নিয়ে কর্তৃপক্ষ নিজেদের মধ্যে বৈঠক করে। এরপরই শুক্রবার শিলিগুড়ি পুলিশ কমিশনারের সঙ্গে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার মৈত্রেয়ী কর একটি বৈঠক করেন।

এদিন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার মৈত্রেয়ী কর বলেন, ‘মেডিকেল কলেজের নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে বেশকিছু পদক্ষেপ করা হয়েছে। নতুন ১০৪টি সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে।’

শিলিগুড়ি পুলিশ কমিশনার সিএস লেপচা বলেন, ‘প্রচুর মানুষ মেডিকেলে আসে। তাই রোগীর আত্মীয়দের পরিচয়পত্র দেখতে মেডিকেল কর্তৃপক্ষকে বলা হয়েছে। এছাড়াও পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা মাঝেমধ্যেই মেডিকেল কলেজ পরিদর্শনে আসবেন। হেড কোয়ার্টার থেকে বাড়তি ফোর্স পাঠানো হবে। মেডিকেল কলেজ চত্বরে বহিরাগতদের দাপট বরদাস্ত করা হবে না।’



from Uttarbanga Sambad http://ift.tt/2n0pOPm

March 18, 2017 at 08:29PM
18 Mar 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top