উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, আলিপুরদুয়ারঃ আলিপুরদুয়ার শহরে ম্যাকউইলিয়াম হাইস্কুলে শনিবার উচ্চমাধ্যমিক পরীক্ষা চলাকালীন একটি জন্তুর পায়ের ছাপকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। শহরের বিভিন্ন মহলের দাবি এটি চিতাবাঘের পায়ের ছাপ। স্কুল কর্তৃপক্ষের তরফে শিঘ্রই বনদপ্তরে খবর দেওয়া হয়। বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মীরা এসে ওই পায়ের ছাপ খতিয়ে দেখেন। সেটা চিতাবাঘ না অন্য কোন জন্তুর তা এখনও পরিস্কার নয়। তবে মাটিতে স্পষ্ট পায়ের ছাপগুলি বেশ বড় আকৃতির বলে বিষয়টিকে কেউ হাল্কাভাবে নিচ্ছেন না। এই ঘটনাকে কেন্দ্র করে বনদপ্তরের তরফে স্কুলে একটি খাঁচা ও ট্র্যাপ ক্যামেরা বসানো হয়েছে বলে জানা গিয়েছে।
from Uttarbanga Sambad http://ift.tt/2meq66s
March 18, 2017 at 08:42PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.