ব্রাসেলস, ১৮ মার্চ- চলতি মাসে গ্রীস ও রাশিয়ার বিপক্ষে দুটি ম্যাচের জন্য বেলজিয়ান কোচ রবার্তো মার্টিনেজ তার দলে ডেকেছেন রোমার তারকা মিডফিল্ডার রাডা নাইগোলানকে। ইনজুরির কারনে অক্টোবরে বসনিয়া-হার্জেগোভেনিয়া ও জিব্রালটারের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে খেলতে পারেননি নাইগোলান। পরের মাসে নেদারল্যান্ড ও এস্তোনিয়ার বিপক্ষে ম্যাচেও তিনি বিশ্রামে ছিলেন। ঐ সময় দল থেকে বাদ পড়ার সিদ্ধান্তকে অদ্ভূত হিসেবে আখ্যায়িত করে এই মিডফিল্ডার বলেছিলেন, তিনি সুস্থ আছেন এবং দলে তার অবশ্যই অন্তর্ভূক্ত হওয়া উচিত ছিল। তখন মার্টিনেজ তাকে ধৈর্য্য ধরে নিজেকে প্রমানের তাগিদ দিয়েছিলেন। তবে আগামী ২৫ মার্চ ঘরের মাঠে গ্রীসের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্ব ও তিনদিন পরে সোচিতে রাশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচকে সামনে রেখে ঘোষিত ২৭ সদস্যের দলে নাইগোলানের অন্তর্ভূক্তি সব বিতর্কের অবসান ঘটিয়েছে। তবে ইনজুরি আক্রান্ত মৌসুম কাটানো ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার ভিনসেন্ট কোম্পানীর জায়গা হয়নি জাতীয় দলে। ৩০ বছর বয়সী কোম্পানী সম্পর্কে মন্তব্য করতে গিয়ে মার্টিনেজ বলেছেন, রেড ডেভিলসদের জন্য কোম্পানী যে কতটা গুরুত্বপূর্ণ তা আমরা সবাই জানি। ইনজুরি নিয়েও সে অনুশীলনে এসেছিল। কিন্তু ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা তাকে বিশ্রামে রাখার চিন্তা করেছি। তাকে ম্যাচ ফিটনেসের সুযোগ দেয়া হয়েছে। এবারের দলে মার্টিনেজ চারজন গোলরক্ষককে সুযোগ দিয়েছেন। থিবাট কোরটোয়িস ও সাইমন মিগনোলেটের সাথে দলে যোগ দিয়েছেন নবাগত কোয়েন কাস্টিলস ও ম্যাটজ সেলস। ২০১৮ রাশিয়া বিশ্বকাপেরইউরোপীয়ান বাছাইপর্বে গ্রুপ-এইচএ বেলজিয়াম চারটি ম্যাচে শতভাগ জয় নিয়ে শীর্ষে অবস্থান করছে। এই চার ম্যাচে বেলজিয়াম ২১ গোল দিয়েছে, হজম করেছে মাত্র একটি। বেলজিয়াম স্কোয়াড: গোলরক্ষক : থিবাট কোরটোয়িস, সাইমন মিগনোলেট, কোয়েন কাস্টিলস ও ম্যাটজ সেলস। ডিফেন্ডার : টবি অলডারউইরেল্ড, ডেডরিক বোয়াটা, লরেন্ট সিমান, থমাস ফোকেট, থমাস মেনিয়ার, ইয়ান ভারটোনগেন, থমাস ভারমালেন। মিডফিল্ডার : নাসের চাডলি, কেভিন ডি ব্রুইন, মোসা ডেমবেলে, লিয়েন্ডার ডেনডোনকার, মারোনে ফেলাইনি, রাডা নাইগোলান, ইউরি টিয়েলেমান, এ্যাক্সেল উইটসেল। ফরোয়ার্ড : মিশি বাটশুয়ায়ি, ক্রিস্টিয়ান বেনটেকে, ইয়ানি ফেরেইরা কারাসতো, ইডেন হ্যাজার্ড, রোমেলু লুকাকু, ড্রিয়েন মারটিনস, কেভিন মিরালাস, ডিভোক ওরিগি। এফ/২১:০৬/১৮ মার্চ
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2n0wUDC
March 19, 2017 at 03:08AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন