ঢাকা, ০৩ মার্চ- বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যপদ পেলেন চিত্রনায়িকা শবনম বুবলী। শুক্রবার (৩ মার্চ) শিল্পী সমিতির বর্তমান কমিটির এক বৈঠকে বুবলীকে চলচ্চিত্র শিল্পীর তাকিলায় স্থায়ীভাবে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। বিষয়টি নিয়ে দারুণ উচ্ছ্বসিত বুবলী। তিনি বলেন, চলচ্চিত্রে এসে আমার প্রথম ছবি বসগিরির শুটিংয়ের সময় শিল্পী সমিতির সদস্য হওয়ার জন্য লিখিতভাবে আবেদন করেছিলাম। অবশেষে সেই আবেদন কার্যকর হলো। চলচ্চিত্রর শিল্পী হিসেবে নিজের একটা স্থায়ী পরিচয় পেলাম। বুবলী আরও বলেন, এখন থেকে আমার দায়িত্ববোধ আগের চেয়ে বেড়ে গেল। সবসময় চলচ্চিত্রের সঙ্গে থাকবো। সবার সহযোগিতা কামনা করছি। শিল্পী সমিতির সাধারণ সম্পাদক অমিত হাসান বলেন, এবার মোট ৬৮ জনের নাম চলচ্চিত্র শিল্পী হিসেবে স্থায়ীভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। ৬৩ জন নতুন শিল্পী এবং পুরনো ৫ জনকে সদস্যপদ দেয়া হয়েছে। তিনি বলেন, এরমধ্যে সভাপতি ও সেক্রেটারির বিশেষ ক্ষমতাবলে এবং সবকিছু বিবেচনা করে কয়েকজনকে নতুনভাবে সদস্যপদ দেয়া হয়েছে। আমরা আশা করবো তারা চলচ্চিত্র শিল্পী সমিতির গঠনতন্ত্র মেনেই কাজ করবেন। কৃতজ্ঞতা স্বীকার করে বুবলী বলেন, অল্পদিনের মধ্যে আমাকে শিল্পী সমিতির সদস্যপদ দেয়ার জন্য বর্তমান কমিটির সভাপতি শাকিব খান ও সেক্রেটারি অমিত হাসান ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জানা গেছে, বুবলী ছাড়াও নতুনভাবে শিল্পী সমিতির সদস্য হয়েছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম, পরীমনি, চিত্রনায়ক আনিসুর রহমান মিলন, জলি, শান, মেহের আফরোজ শাওন ছাড়াও আরও অনেকে। আর/১০:১৪/০৩ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2lmVzTA
March 04, 2017 at 05:38AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top