কলম্বো, ১৮ মার্চ- হ্যামস্ট্রিং ইনজুরিতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট দল থেকে ছিটকে গেলেও ওয়ানডে সিরিজে ফেরার কথা ছিল অ্যাঞ্জেলো ম্যাথুজের। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় তাকে বাদ দিয়েই ওয়ানডে দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে শুক্রবার ১৫ সদস্যের দল ঘোষণা করে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। ম্যাথুজের পরিবর্তে ওয়ানডেতে লঙ্কানদের নেতৃত্ব দেবেন ওপেনিং ব্যাটসম্যান উপুল থারাঙ্গা। জানুয়ারির শেষ দিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে মাঠ ছাড়েন ম্যাথুজ। এর আগেও চোটের কারণে গেল ছয় মাসে দুটি টেস্ট সিরিজ মিস করেন লঙ্কানদের এই নিয়মিত অধিনায়ক। তবে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে অবশ্য ফেরার সম্ভাবনা ছিল তার। কিন্তু পুরোপুরি ফিট হয়ে না হওয়ায় অধিনায়ককে নিয়ে ঝুঁকি নিতে চাননি নির্বাচকরা। তবে লঙ্কান বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, অবস্থার উন্নতি হলে সিরিজের শেষদিকে দলে ফিরতে পারেন ম্যাথুজ। আগামী ২৫ মার্চ ডাম্বুলায় প্রথম ওয়ানডে দিয়ে মাঠে গড়াবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। আগামী ১ এপ্রিল সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডেতে কলম্বোয় স্বাগতিকদের মুখোমুখি হবেন সাকিব-তামিম-মুশফিকরা। ১৫ সদস্যের লঙ্কান দলঃ উপুল থারাঙ্গা (অধিনায়ক), নিরোশান ডিকভেলা, ধনঞ্জয়া ডি সিলভা, কুশল মেন্ডিস, আসেলা গুনারত্নে, দিনেশ চান্দিমাল, কুশল জানিথ পেরেরা, দানুস্কা গুনাথিলাকে, সুরাঙ্গা লাকমল, ভিকুম সঞ্জয় বান্দারা, থিসারা পেরেরা, সচিথ পাথিরানা, সেকুজে প্রসন্ন ও লাকসান সান্দাকান। সূত্র: শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড আর/১২:১৪/১৮ মার্চ
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2mB3Krf
March 18, 2017 at 06:56AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন