কলম্বো, ১৮ মার্চ- শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে বাংলাদেশের জন্য আক্ষেপ হয়ে থাকলো রিভিউ। অধিকাংশ রিভিউই বাংলাদেশের বিপক্ষে গেছে। শেষদিকে এসে হেরাথের এক ওভারেই সবকিছু এলোমেলো হয়ে যায়। হেরাথের বলে দারুণ খেলতে থাকা মেহেদী হাসান মিরাজ লেগ বিফোরের ফাঁদে পড়েন। আম্পায়ার আউট দিলে রিভিউ নেন মিরাজ। তবে রিভিউ নিয়ে কাজ হয়নি। থার্ড আম্পায়ারও ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত বহাল রাখেন। মিরাজ ২৪ রান করেন। পরের বলেই আবারও লেগ বিফোরের ফাঁদে পরেন মোস্তাফিজুর রহমান। জোড়ালো আবেদনে আঙুল তুলে দেন আম্পায়ার এস রাভি। রিভিউ থাকলেও এ যাত্রায় তা নেননি মোস্তাফিজ। তবে রিপ্লে দেখে অবশ্য আফসোসই করতে হচ্ছে টাইগার ভক্তদের। মোস্তাফিজকে যে বলে এলবি দেয়া হয় তা লেগ স্ট্যাম্পের অনেক বাইরে দিয়ে যেত। আম্পায়ারের ভুল সিদ্ধান্তের কারণে রানের খাতা না খুলেই ফিরতে হয় মোস্তাফিজকে। আর মোস্তাফিজের বিদায়ে ৪৬৭ রানে থামে বাংলাদেশের ইনিংস। এতে করে স্বাগতিকদের বিপক্ষে ১২৯ রানের লিড পায় টাইগাররা। আর/১২:১৪/১৮ মার্চ
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2mDRjM4
March 18, 2017 at 06:30AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন