নিজস্ব প্রতিবেদক ● কুমিল্লা সিটি নির্বাচনের ভোট ৩০ মার্চ বৃহস্পতিবার। ভোটের আগে নির্বাচনী এলাকার আইনশৃঙ্খলা ও বিভিন্ন আচরণবিধি নিয়ে পরিপত্র দিয়েছে নির্বাচন কমিশন। রোববার রাতে রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মন্ডল এই পরিপত্র জারি করেন।
রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মন্ডল জানান, পরিবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে ২৭ তারিখ রাতের মধ্যে বহিরাগতদের নির্বাচনী এলাকা ছেড়ে যেতে হবে। এছাড়া মোটরসাইকেল ব্যবহারেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নির্বাচনের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু রাখতে ১০৩টি কেন্দ্রকেই গুরুত্বপূর্ণ ধরে আইন-শৃঙ্খলাবাহিনী মোতায়েন করা হবে জানান তিনি।
ভোটের দিন মাঠে ৯ জন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ও ৩৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি ২৭টি ওয়ার্ডে নির্বাচন কমিশনের নিজস্ব পর্যবেক্ষক থাকবে বলেও জানান রকিব উদ্দিন।
from Comillar Barta™ http://ift.tt/2nYcMDp
March 27, 2017 at 09:23PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন