মহিলাদের নাইট ডিউটিতে নিষেধাজ্ঞা কর্ণাটকের

ব্যাঙ্গালোর, ২৮ মার্চঃ ব্যাঙ্গালোরে মহিলাদের ইনফরমেশন টেকনলজি (আইটি) এবং বায়ো টেকনোলজিতে (বিটি) নাইট শিফটে নিযুক্ত না করার পরামর্শ দেয় কর্ণাটকের আইনসভা। সোমবার মহিলাদের নিরাপত্তা, সুরক্ষা এবং ব্যক্তিগত প্রয়োজনীয়তার কথা মাথায় রেখেই এই প্রস্তাব কর্ণাটক আইনসভার একটি প্যানেলের।

সোমবার আইনসভায় এনএ হ্যারিসের নেতৃত্বাধীন মহিলা এবং শিশু জনকল্যানমূলক কমিটিতে তিনি আইটি এবং বিটি-তে মহিলাদের নাইট শিফটের পরিবর্তে সকাল বা বিকেলের শিফটে নিয়োগ করার সুপীরিশ করেন।

মহিলাদের নিরাপত্তার খাতিরে শপস অ্যান্ড কমার্শিয়াল এস্টাব্লিশমেন্টস অ্যাক্ট, ১৯৬১ এবং ফ্যাক্টরিজ অ্যাক্ট ১৯৪৮ আইন দুটিতেও সংশোধন আনার পরিকল্পনা নেওয়া হয়।



from Uttarbanga Sambad http://ift.tt/2nwJgDz

March 28, 2017 at 10:23PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top