কলকাতা, ২৮ মার্চ- তুমি এই দিনে পৃথিবীতে এসেছ, শুভেচ্ছা তোমায়, তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর, উচ্ছল দিন কামনায়, আজ জন্মদিন তোমার, ভালবাসা নিয়ে নিজে তুমি, ভালোবাসো সব সৃষ্টিকে...। আজ ঢাকাই ছবির সুপারস্টার শাকিব খানের জন্মদিন। তিনি ১৯৮৩ সালের ২৮ মার্চ জন্মগ্রহণ করেন ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায়। আর জন্মদিন উপলক্ষেই লাখো শাকিব ভক্ত এভাবেই তাকে গানের কথায় কথায় জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন। এদিকে জন্মদিন প্রসঙ্গে কলকাতায় যাওয়ার আগে তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, ইচ্ছা থাকলেও এবার দেশে জন্মদিন পালন করতে পারছি না। কলকাতায় শুটিংয়ে একদিন উপস্থিত না থাকলে শিডিউলে অনেক সমস্যা হবে। ওখানেই হয়তো সাদামাটাভাবে দিনটি পালন করব। শাকিব খানের পারিবারিক সূত্রে জানা গিয়েছে-আজ জন্মদিন উপলক্ষ্যে বাসায় কোরআন খতম ও এতিম শিশুদের খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। তার প্রকৃত নাম মাসুদ রানা। কিন্তু চলচ্চিত্রে পা রেখেই বদলে যায় নাম। হলেন শাকিব খান। যে নামের সঙ্গে এখন জড়িয়ে রয়েছে অগণিত ভক্তদের ভালোবাসা ও প্রত্যাশা। ভক্তদের কাছে নিজের কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন ঢালিউড কিং খান উপাধিও। জন্মদিনে শাকিব আছেন কলকাতায়। সেখানে শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের প্রযোজনায় নাম ঠিক না হওয়া একটি ছবির শুটিং করছেন। রাজীব বিশ্বাস পরিচালিত ছবিটিতে তার বিপরীতে আছেন নুসরাত ও সায়ন্তিকা। প্রায় তিন মাস ব্যস্ত ছিলেন নবাব ছবির শুটিং নিয়ে। এ ছবির ফাঁকে অহংকার নামে দেশীয় একটি ছবির কাজও শেষ করেছেন। সম্প্রতি দেশে ফিরে নন্দন পার্ক ও গলফ ক্লাবে অহংকার ছবির কিছু দৃশ্যের শুটিংয়ে অংশ নিয়েছেন শাকিব খান। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত সত্তা ছবিটিও। প্রসঙ্গত, সোহানুর রহমান সোহানের অনন্ত প্রেমছবির মাধ্যমে ঢালিউডে অভিষেক হয় শাকিব খানের। তবে তার অভিনীত প্রথম ছবির নাম আবুল খায়ের বুলবুলের সবাই তো সুখী হতে চায়। শাকিব খান ভালোবাসলেই ঘর বাঁধা যায় না (২০১০) ও খোদার পরে মা (২০১২) চলচ্চিত্রের জন্য সেরা অভিনেতার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। আর/১০:১৪/২৮ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2odfGBv
March 29, 2017 at 04:23AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top