সেট ছেড়ে চলে আসলেন মিশা সওদাগর

maxresdefault-1

যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দেশীয় সিনেমায় বিদেশি শিল্পী ও কলা-কুশলীদের অন্তর্ভুক্তির অভিযোগ ‍পুরনো। এবার তার বিরুদ্ধে একজোট হয়েছে চলচ্চিত্র সংশ্লিষ্টদের বিভিন্ন সংগঠন। এর সূত্র ধরে ‘মনে রেখো’র সেট ছেড়ে আসলেন খলনায়ক মিশা সওদাগর।
ওয়াজেদ আলী সুমন পরিচালনায় সিনেমাটির মূল চরিত্রে আছেন মাহি ও কলকাতার বনি সেনগুপ্ত। এছাড়া কলকাতার আরো কয়েকজন অভিনয়শিল্পী ও টেকনিশিয়ান সিনেমাটির সঙ্গে যুক্ত আছেন। অভিযোগ উঠেছে তারা ওয়ার্ক পারমিট ছাড়াই কাজ করছেন।
এ নিয়ে ৩০ মার্চ বিএফডিসিতে অনুষ্ঠিত হয় সভা। এতে সবার সম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়, নিজ নিজ সংগঠনের অনুমতি ব্যতীত শুটিংয়ে অংশ নিলে সদস্য পদ বাতিল করা হবে। এর পরপরই শিল্পী সমিতি সংশ্লিষ্ট অভিনেতা মিশা সওদাগর ‘মনে রেখো’র শুটিং স্পট ছেড়ে আসেন।
এর আগে বুধবার ‘মনে রেখো’র সেটে যায় কয়েকটি সংগঠনের নেতা। এ প্রেক্ষিতে কিছু সময়ের জন্য সিনেমাটির শুটিং বন্ধ থাকে।



from ঢাকা – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2nnGgGi

March 31, 2017 at 11:49PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top