মুম্বাই, ৩১ মার্চ- ছবিটা আসলে কার তার নাম বললে অনেকেই বিশ্বাস করতে চাইবেন না। কিন্তু এটি রোবট সিনেমায় বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়ার সঙ্গে সমান তালে নেচে-কুঁদে হিরো-ভিলেন ডাবল পার্ট করা ড্যাশিং সুপার স্টার রজনিকান্তর আসল চেহারা- এতে কোনো সন্দেহ নেই। মেকআপ ছাড়া বর্তমানে রজনিকান্ত আসলে দেখতে এমনি। বর্তমানে ভারত সফররত মালয়েশীয় প্রধানমন্ত্রী দাতুক সেরি নাজিব রাজাক সুপারস্টার রজনিকান্তের সঙ্গে তার বাড়িতে গিয়ে সাক্ষাৎ করেন। তখন দুজনের তোলা ছবি পরে নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে দেন নাজিব। রজনিকান্ত তার সাম্প্রতিক হিট ছবি কাবালির কিছু দৃশ্যগ্রহণ করেছিলেন মালয়েশিয়ায়। দক্ষিণ ভারতীয় সিনেমার সম্রাট বলা যায় আন্ধা কানুন খ্যাত রজনিকান্তকে। শুধু সিনেমা না, দক্ষিণের বিশেষ করে তামিলনারুর রাজনীতিরও তুরুপের তাস রজনি। তিনি সরাসরি রাজনীতির মাঠে না নেমেও সেখানকার রাজনীতিকে কতোটা নিয়ন্ত্রণ করেন তা পরিষ্কার হয় সম্প্রতি করা তার এক স্বীকারোক্তিকে। তামিলনারুর মুখ্যমন্ত্রী জয়ললিতার মৃত্যুর পর এক অনুষ্ঠানে কিছুটা মনস্তাপ করে রজনিকান্ত জানিয়েছিলেন, তার একটি বক্তব্যের কারণেই জয়ললিতা এর আগের এক নির্বাচনে হেরে ক্ষমতাচ্যুত হন। রজনিকান্ত ওই বক্তব্যে জয়ললিতার সমালোচনা করেছিলেন। ঘটনা সত্য ছিল। মালয়েশীয় প্রধানমন্ত্রী নাজিব রাজাক তার টুইটার অ্যাকাউন্টে রজনিকান্তের সঙ্গে তোলা এই ছবিটি প্রকাশ করেন তামিলনারুতে সিনেমা তারকারা বরাবরই পূজিত হন দেব-দেবির মতো। প্রয়াত ফিল্মস্টার এমজি রামচন্দন পরপর দুবারের নির্বাচিত মুখমন্ত্রী ছিলেন। তার হাত ধরে রাজনীতিতে আসা একসময়কার জনপ্রিয় নায়িকা জয়ললিতা মৃত্যুপর্যন্ত মুখ্যমন্ত্রী হন পাঁচবার। আর রজনি চাইলে এবং ভোটে দাঁড়ালে তার মুখ্যমন্ত্রী হওয়া কোনো ব্যাপারই না- এটা প্রায় সবাই মানেন। কর্নাটকে জন্ম নেওয়া রজনিকান্তের মাতৃভাষা মারাঠি। তবে মারাঠিতে তিনি কোনো সিনেমা এখনও করেননি। পাঁচবছর বয়সে মাকে হারানো রজনি সিনেমায় ক্যারিয়ার শুরুর আগে ব্যাঙ্গালোর শহরে বাস কন্ডাক্টর ছিলেন। অন্যান্য নিচুকাজও করতে হয় তখন তাকে (কুলিগিরি, কাঠমিস্ত্রি ইত্যাদি)। পরে স্টেজে নিজের অভিনয় প্রতিভার ঝলক দেখাতে শুরু করেন। তারপর সাফল্য আসে সিনেমায়। বর্তমানে ৬৭ বছর বয়সী রজানিকান্ত অবশ্য তরুণ-যুবককালে দেখতে বেশ রমনীমোহন ছিলেন। বয়স হয়ে গেলে অনেক সুপারস্টারের মুখই মেকআপ ছাড়া সাধারণ মানুষের পক্ষে গ্রহণ করা কঠিন হয়ে পড়ে। এখানে রজনিকান্তের এখনকার রূপ তাই বলছে। ডেইলিস্টার.কম,রজনিকান্ত বায়োগ্রাফি আর/১০:১৪/৩১ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2mWneeX
April 01, 2017 at 05:47AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top