উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, মোনাকোঃ প্রথম লেগে পিছিয়ে থাকলেও ম্যাঞ্চেস্টার সিটিকে ৩-১ গোলে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল মোনাকো। দুই লেগ মিলিয়ে স্কোরলাইন ৬-৬। মোনাকোর জয় এসেছে অ্যাওয়ে গোলের ভিত্তিতে। অন্যদিকে, শেষ আটের টিকিট নিশ্চিত করেছে অ্যাটলেটিকো মাদ্রিদও। ঘরের মাঠে বুধবার গোলশূন্য ড্র করলেও প্রথম লেগে বেয়ার লেভারকুসেনকে ৪-২ গোলে হারানোর ফলে কোয়ার্টার ফাইনালে নিজেদের জায়গা পাকা করেছে লা রোজারা।
স্তাদ দ্য লুইসে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল মোনাকো। যার ফলে ৮ মিনিটে এমবাপের গোলে এগিয়ে যায় লিওনার্দো জার্ডিমের ছেলেরা। এরপরও তারা চাপ বজায় রেখেছিল। ২৯ মিনিটে ফ্যাবিয়ানোর গোল মোনাকোকে জয়ের স্বপ্ন দেখাতে শুরু করে। প্রথমার্ধে ম্যান সিটিকে খুঁজে না পাওয়া গেলেও বিরতির পর তারা প্রবলভাবে ম্যাচে ফিরে আসে। ৭১ মিনিটে লেরয় সানের গোল সেটারই প্রমাণ। তবে ৬ মিনিট বাদে থমাস লেমারের কম্পাস মাপা ফ্রিকিক থেকে বাকায়োকোর অনবদ্য হেডার ফরাসি দলটির জয় নিশ্চিত করে।
ম্যান সিটির বিদায়ের দিনে অ্যাটলেটিকোর জন্য নায়ক বনে যান গোলরক্ষক জান ওব্লাক। ভিসেন্তে ক্যালডেরনের বুধবার গোটা ম্যাচে তিনটি অনবদ্য সেভ করেন তিনি। প্রথম লেগের ফলাফলকে উন্নত করার একাধিক সুযোগ পেয়েছিল অ্যাটলেটিকোও। যদিও আন্তোয়ান গ্রিজম্যানরা অ্যাটাকিং থার্ডে এসে খেই হারিয়ে ফেলেন তাতে অবশ্য সিমিওনে ব্রিগেডের শেষ আটে ওঠা আটকায়নি।
from Uttarbanga Sambad http://ift.tt/2mS4Odj
March 16, 2017 at 04:38PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন