বোলিংয়ের শীর্ষে জাদেজা, ব্যাটিংয়ে দ্বিতীয় পূজারা

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, দুবাইঃ টেস্ট ক্রিকেটে আইসিসি-র বোলারদের ক্রমতালিকায় অশ্বীনকে টপকে শীর্ষে উঠে এলেন রবীন্দ্র জাদেজা। অপরদিকে, ব্যাটসম্যানদের তালিকায় কেরিয়ারে প্রথমবার দ্বিতীয় স্থানে উঠে এলেন চেতেশ্বর পূজারা।

রাঁচি টেস্টে দুটি ইনিংস মিলিয়ে মোট ৯ টি উইকেট তুলে নেন জাদেজা। কিছুদিন আগে ৮৯২ পয়েন্ট নিয়ে এই তালিকায় অশ্বিনের সঙ্গে যৌথভাবে শীর্ষ স্থানে ছিলেন জাদেজা। রাঁচি টেস্টে তাঁর অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ৮৯৯ পয়েন্টের সঙ্গে বিষেণ সিংহ বেদি ও অশ্বীনের পর তৃতীয় ভারতীয় হিসেবে আইসিসি-র তালিকায় শীর্ষস্থান দখল করলেন জাদেজা।

অন্যদিকে, রাঁচিতে ২০২ রানের সুবাদে আইসিসির ব্যাটসম্যানদের ক্রমতালিকায় নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এলেন চেতেশ্বর পূজারা। তালিকায় প্রথম স্থানে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। ভারতের অধিনায়ক কোহলি রয়েছেন চতুর্থ স্থানে।



from Uttarbanga Sambad http://ift.tt/2nwagni

March 21, 2017 at 06:13PM
21 Mar 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top