ঢাকা, ২৪ মার্চ-বাংলাদেশের ব্যাটিংয়ের প্রায় সব রেকর্ডই তার দখলে। এবার নিজের মুকুটে আরও একটি পালক যোগ করার অপেক্ষায় দেশসেরা ওপেনার তামিম ইকবাল। নিজেদের শততম টেস্টে কলম্বোর পি সারা ওভালে আর এক রান বেশি করলেই নাম লেখাতেন তিন ফরম্যাট মিলিয়ে ১০ হাজার রান করার সেই রেকর্ডে! কিন্তু ব্যক্তিগত ৮২ রানে সাজঘরে ফেরায় অপেক্ষা বাড়ে ড্যাশিং এই ওপেনারের। টেস্ট শেষে এবার বাংলাদেশের মিশন ওয়ানডে সিরিজ। তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে রানের খাতা খুলতে পারলেই প্রথম কোনো বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন তামিম। শততম টেস্টের আগে ৪৮ টেস্টে তামিমের ঝুলিতে ছিলো ৩৫৪৬ রান। আর সব ফরম্যাট মিলিয়ে মোট রান ছিলো ৯৮৬৮। কলম্বো টেস্টে ১০ হাজার রান পূরণ হতে তার দরকার ছিলো ১৩২ রানের। কিন্তু শততম টেস্টের দুই ইনিংস মিলিয়ে তামিম করেন ৪৯ ও ৮২ রান। তাতে ৯৯৯৯ রানে থামতে হয় তিন ফরম্যাটেই বাংলাদেশের সর্বোচ্চ এই রান সংগ্রাহককে। শনিবার ২৫ মার্চ ডাম্বুলায় অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। সিরিজের প্রথম ম্যাচে যদি শূন্য রানে আউট না হন তিনি, তাহলেই প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি মিলিয়ে ১০ হাজার রানের মাইলফলকে পৌঁছাবেন তামিম। এখন পর্যন্ত ৪৯ টি টেস্ট ম্যাচে ৯৪ ইনিংসে ব্যাট করে ৩৯.৫৩ গড়ে বাঁ-হাতি এই ওপেনার রান করেছেন ৩৬৭৭। সর্বোচ্চ ২০৬ রান। টেস্ট ক্রিকেটে তার সেঞ্চুরির সংখ্যা আটটি এবং হাফ সেঞ্চুরি করেছেন ২২টি।১৬২ ওয়ানডেতে তামিমের সংগ্রহ ৩২.৪০ গড়ে ৫১২০ রান। ব্যক্তিগত সর্বোচ্চ ১৫৪ রান। ওয়ানডে ক্রিকেটে তার সেঞ্চুরির সংখ্যা সাতটি এবং হাফ সেঞ্চুরি রয়েছে ৩৪টি। এছাড়া ৫৫টি টি-টোয়েন্টি ম্যাচে ২৪.০৪ গড়ে এক সেঞ্চুরি ও চার হাফ সেঞ্চুরিতে করেছেন ১২০২ রান। ক্যারিয়ার সর্বোচ্চ অপরাজিত ১০৩ রান। বাংলাদেশের হয়ে ব্যক্তিগত রান সংগ্রাহকের তালিকায় ক্রিকেটের তিন ফরম্যাটেই তামিমের পেছনে রয়েছেন সাকিব আল হাসান। তিন ফরম্যাট মিলিয়ে বিশ্বসেরা এই অলরাউন্ডারের সংগ্রহ ৯২৮৮ রান। ১০ হাজার রানের মাইলফলকে পৌঁছাতে বাঁ-হাতি এই অলরাউন্ডারের এখনও প্রয়োজন ৭১২ রান। ডাম্বুলায় শনিবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে শ্রীলঙ্কা-বাংলাদেশ। একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচ ২৮ মার্চ। কলম্বোয় এক এপ্রিল অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। আর/১৭:১৪/২৪ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2nefC4m
March 24, 2017 at 11:04PM
24 Mar 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top