ধূপগুড়িতে দুটি প্রকল্পে বরাদ্দ ৮ কোটি

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, ধূপগুড়িঃ ধূপগুড়িতে দুটি কাজের জন্য ৮ কোটি টাকা বরাদ্দ করল উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। প্রথমটি হল ধূপগুড়িতে জলপাইগুড়ির জেলাপরিষদের ইন্সপেকশন বাংলোতে একটি কমিউনিটি হল নির্মাণ। দ্বিতীয়টি হল ধূপগুড়ির সোনতলাহাট থেকে ভূতেরহাট হয়ে কোচবিহার জেলার সংযোগকারী ৮ কিলোমিটার রাস্তার নির্মাণ। গত মঙ্গলবার জলপাইগুড়ি জেলাপরিষদের একটি দল এই দুটি কাজের জন্য ধূপগুড়িতে এসেছিল।

এ বিষয়ে জলপাইগুড়ি জেলাপরিষদের সভাধিপতি নূরজাহান বেগম বলেন, ‘মুখ্যমন্ত্রীর নির্দেশে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর কমিউনিটি হলের জন্য ২ কোটি এবং ৮ কিলোমিটার রাস্তা তৈরির জন্য ৬ কোটি টাকা মঞ্জুর করেছে। এই দুটি কাজ আমরা দ্রুত করার চেষ্টা করছি।’



from Uttarbanga Sambad http://ift.tt/2mwRKLs

March 02, 2017 at 06:53PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top