সমব্যাথী প্রকল্প চালু শিলিগুড়িতে

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, শিলিগুড়িঃ সমব্যাথী প্রকল্প চালু হল শিলিগুড়িতে। বৃহস্পতিবার পুরনিগমে এই প্রকল্পের উদ্‌বোধন করেন মেয়র অশোক ভট্টাচার্য। এই প্রকল্পের অধীনে গরীব পরিবারের কেউ মারা গেলে তার সৎকার করার জন্য পরিবারকে ২ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে।

মেয়র জানিয়েছেন, স্থানীয় কাউন্সিলারের কাছে একটি চিঠি নিয়ে এলেই এই আর্থিক সাহায্য পাওয়া যাবে। কর্পোরেশনের অধীনে থাকা শ্বশান এবং কারবালায় এই সংক্রান্ত ফর্ম দেওয়া থাকবে। সেখান থেকেই টাকা দেওয়ার ব্যবস্থা থাকছে। রাজ্য সরকার প্রথম ধাপে এই খাতে পুরনিগমকে ৪ লক্ষ টাকা দিয়েছে।



from Uttarbanga Sambad http://ift.tt/2n9PcjJ

March 09, 2017 at 06:34PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top