ঢাকা,০৯ মার্চ- ইমতু রাতিশ আর রানী আহাদ দুজন স্বামী-স্ত্রী। আর রানীর মা সাদিয়া ইসলাম প্রভা। তারমানে ইমতুর শাশুড়ি হলেন প্রভা! সম্পর্কের এমন রসায়নই দেখা যাবে এই চার তারকার মধ্যে। তবে বাস্তবে নয়, একটি নাটকে। এই নাটকটির নাম মায়া। শ্যামল শিশিরের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মিনহাজুল ইসলাম। সম্প্রতি নাটকটির নির্মাণ কাজ শেষ হয়েছে কক্সবাজারে। নাটকটি প্রসঙ্গে ইমতু বলেন, নাটকের গল্পে দেখা যাবে প্রভা আমার শাশুড়ি। যৌবনে তার একটা প্রেম ছিল। সেই প্রেমিকের সঙ্গে অনেক স্মৃতি সবসময় মিস করে, আমি সেটা আবিস্কার করি। এটা নিয়ে নানা ঘটনা ঘটতে থাকে। ইমতু আরও বলেন, এর আগে প্রভার সঙ্গে কয়েকটি কাজ করেছি। আশা করছি এই নাটকটিও দর্শকদের কাছে ভালো লাগবে। ইমতু-রানী ছাড়াও এই নাটকে আরও অভিনয় করেছেন রিয়াজ, জয়রাজ প্রমুখ। নির্মাতা সূত্রে জানা গেছে, শিগগির নাটকটি একটি বেসরকারি চ্যানেলে প্রচারে আসবে আর/১৭:১৪/০৯ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2n9DoOj
March 10, 2017 at 12:41AM
09 Mar 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top