‘ডিজিটাল কারচুপির চক্রান্ত হলে পরিণাম হবে ভয়াবহ’

নিজস্ব প্রতিবেদক ● কুমিল্লার জনগণকে বুলেটের জবাব ব্যালটে দেওয়ার আহ্বান জানিয়েছেন ২০ দলীয় জোটের শরিক ও জাগপা সভাপতি শফিউল আলম প্রধান। একইসঙ্গে তিনি সরকারকে সতর্ক করে বলেছেন, কুমিল্লা মেয়র নির্বাচনকে কেন্দ্র করে ডিজিটাল কারচুপির চক্রান্ত হলে তার পরিণাম ভয়াবহ হবে।

সোমবার কুমিল্লায় ২০ দলীয় জোটের মনোনীত ও ধানের শীষ মার্কার প্রার্থী মনিরুল হক সাক্কুর পক্ষে গণসংযোগ ও মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘এটা এখন স্পষ্ট যে নিপীড়িত জনগণ ধানের শীষের বিজয় দেখতে চায়। কুমিল্লার গোমতী নদীর তরঙ্গও বলবে তারা আর নৌকাকে দেখতে চায় না।’

শফিউল আলম প্রধান বলেন, ‘এটা নিছক মেয়র নির্বাচন নয়। বুটের তলায় গণতন্ত্র পিষ্ট, স্বাধীনতা বিপন্ন। গোপন সামরিক চুক্তির ষড়যন্ত্র হচ্ছে। দেশকে গোলাম বানাতে দেশপ্রেমিক নেতাদের ফাঁসিতে ঝুলানো হচ্ছে। বেগম খালেদা জিয়াসহ ২০ দলীয় জোটের নেতা-কর্মীদের বিরুদ্ধে হামলা মামলা, ঘুম-খুন করা হচ্ছে।’

এ সময়ে জাগপা সভাপতির সফর সঙ্গী ছিলেন জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমানসহ কেন্দ্রীয় নেতারা।

পরে বিকালে স্থানীয় এক হোটেলের হল রুমে তিনি ২০ দলীয় জোট নেতাদের সাথে মত বিনিময় করেন। এ সময়  উপস্থিত ছিলেন জেলা বিএনপির নেতা হাজী আমিনুল ইয়াছিন, জেলা জামাতের আমির কাজী দিল মোহাম্মদ, জেলা জাগপার সভাপতি মফজুলুর রহমান মুন্সি, সাধারণ সম্পাদক লিটন শিকদার, কল্যাণ পার্টির সাইদুর রহমান তামান্না প্রমুখ।



from Comillar Barta™ http://ift.tt/2mIFZCn

March 27, 2017 at 09:09PM
27 Mar 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top