লেগিংসে নিষেধাজ্ঞা

ডেনভার, ২৭ মার্চঃ মার্কিন বিমান সংস্থা ইউনাইটেড এয়ারলাইন্সের বিমানে লেগিংস পরে উঠতে গিয়ে বাধা পেলেন দুই তরুণী। ডেনভার থেকে মিনিয়াপলিস যাচ্ছিলেন তাঁরা। বিমানে ওঠার সময় প্রবেশদ্বারের এক মহিলা এজেন্ট তাঁদের বাধা দেয়। লেগিংস পরে বিমানে ওঠা যাবে না। তর্ক জুড়ে দেয় দুই তরুণী। শেষপর্যন্ত লেগিংসের উপর পোশাক চাপিয়ে বিমানে ওঠার অনুমতি পায় তাঁরা। ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ওই দুই তরুণী ইউনাইটেড এয়ারলাইন্সের কর্মী বলে জানিয়েছে বিমান সংস্থা।

বিমান সংস্থার মুখপাত্র জোনাথান গুয়েরিং জানিয়েছেন, সাধারণ যাত্রীদের পোশাক নিয়ে মাথা না ঘামালেও সংস্থার কর্মীদের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আছে। ইউনাইটেড এয়ারলাইন্সের কর্মীদের হাওয়াই চপ্পল পরেও বিমান যাত্রার অনুমতি নেই বলে জানিয়েছেন গুয়েরিং।



from Uttarbanga Sambad http://ift.tt/2opZ74w

March 27, 2017 at 09:08PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top