শ্রীনগর, ২৭ মার্চঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন সফরের আগেই জঙ্গিদের তত্পরতা বেড়ে গেল উপত্যকায়। রবিবার গভীর রাতে জম্মু-কাশ্মীরের অনন্তনাগ জেলায় এক মন্ত্রীর বাসভবনে হামলা চালাল জঙ্গিরা। আচমকা ওই হামলায় নিরাপত্তার দায়িত্বে থাকা ২ জন পুলিশকর্মী গুরুতর জখম হন। জঙ্গিরা ৪টি রাইফেল লুঠ করে পালিয়ে যায়। অবশ্য রাজ্যের মন্ত্রী ফারুক আন্দ্রাবি সেই সময়ে বাড়িতে ছিলেন না। দক্ষিণ কাশ্মীরে গত কয়েকদিনে এটিই সবচেয়ে দুঃসাহসিক জঙ্গি হামলা বলে মনে করা হচ্ছে।
সূত্রের খবর, নিরাপত্তারক্ষীরা আটকানোর চেষ্টা করলে দু’তরফের মধ্যে গুলি বিনিময় হয়। জঙ্গিরা নিরাপত্তারক্ষীদের বন্দুক ছিনিয়ে নিয়ে চম্পট দেয়। আহত পুলিশকর্মীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার জেরে ওই এলাকায় চিরুনি তল্লাশি শুরু হয়েছে।
from Uttarbanga Sambad http://ift.tt/2nEYDdE
March 27, 2017 at 08:58PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন