কলকাতা, ১৯ মার্চ- পরিচালকের পরের যে ছবির মুক্তি নিয়ে টালিগঞ্জে হইচই, সেটি অ্যামাজন অভিযান৷ আসছে পুজোয়৷ আর নিশ্চয়ই বুঝে নিতে অসুবিধে নেই, পরিচালকের নাম কমলেশ্বর মুখোপাধ্যায়৷ কিন্ত্ত তিনি নতুন কোন ছবি শুরু করছেন? এ নিয়ে জল্পনা চলছে শেষ কিছুদিন ধরেই৷ শেষ পর্যন্ত পাকা খবর এল৷ পরিচালক এপ্রিল মাসের শেষের দিকেই শুরু করছেন তাঁর পরবর্তী ছবি৷ ছবির নাম গুড নাইট সিটি৷ ছবিটির প্রযোজক রূপা দত্ত৷ অর্থাত্ প্রযোজনা সংস্থা ক্যামেলিয়া তৈরি করবে এই ছবি৷ প্রসঙ্গত এই প্রযোজনা সংস্থার বিবাহ ডায়ারিজ ছবিটিই ২০১৭ সালের প্রথম হিট, বাংলা ছবির মধ্যে৷ ৬০ দিন সম্পূর্ণ করার পর-ও ছবিটি চলছে সিনেমাহলে৷ প্রযোজক রূপা দত্ত কিছুদিন আগেই জানান, এমন গল্প নিয়ে আমরা ছবি তৈরি করতে চাই, যা দর্শকের মনে থেকে যাবে অনেকদিন৷ ঠিক সেইমতোই পরিচালকের থেকে নতুন ছবির গল্প শোনার পর-ই প্রযোজক সিদ্ধান্ত নেন, এই গল্প নিয়ে ছবি তৈরি করবেন৷ কারণ একটাই৷ এই প্রথমবার পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় ছবি তৈরি করছেন এই মেডিক্যাল সাবজেক্টের ওপর৷ অনেকেই এ কথা জানেন, পরিচালক-ও একজন এক্স মেডিক্যাল প্র্যাকটিশনার৷ ছবির গল্পটা কীরকম? পরিচালক বলছেন, নাম গুড নাইট সিটি৷ অর্থাত্ প্রেক্ষাপট রাতের শহর৷ সে সময় জেগে থাকে তিন ধরনের মানুষ৷ একজন সাইকিয়াট্রিস্ট৷ কিছু পুলিশ৷ আর একজন মানসিকভাবে অসুস্থ মানুষ৷ তার নাম একটি ক্রাইমের সঙ্গেও জড়িয়েছে৷ টেলিভিশনের একটি টক শো-এ হেল্পলাইন নম্বর দেখে, সে ডাক্তারকে ফোন করে৷ এদিকে ডাক্তারের যে বর, ডিটেকটিভ ডিপার্টমেন্টের ডেপুটি কমিশনার, সে নির্দেশ দেয়, ওই ব্যক্তিকে খুঁজে বের করে জন্য৷ মানসিকভাবে অসুস্থ ওই ব্যক্তি কোন জায়গায় রয়েছে, সেটা বোঝা যায় না৷ অর্থাত্ সেই রাতে বর যখন খুঁজে বের করার চেষ্টা করে সেই ব্যক্তিকে, তখনই বউ ডাক্তার হিসেবে তার কাউন্সেলিং করার চেষ্টা করে৷ মানসিকভাবে অসুস্থ ওই ব্যক্তির জীবনের কিছু ঘটনা ফ্ল্যাশব্যাকে দেখানো হয়৷ রাত যখন শেষ হয়, তখন তিন পক্ষই এমন কিছু কথা জানতে পারে, যা আগেও কখনও জানতে পারেনি৷ বর-বউয়ের মধ্যেও বেশ কিছু অজানা কথা সামনে আসে৷ একজন ব্যক্তি, সে আসলে ক্রিমিনাল নাকি মানসিকভাবে অসুস্থ, তার উত্তর-ও খুঁজবে এই ছবি৷ সাম্প্রতিক সময়ে মানসিকভাবে অসুস্থ কিছু ব্যক্তির কার্যকলাপ নিয়ে মাঝে-মাঝেই উত্তাল হয়ে উঠছে শহর৷ কমলেশ্বর বলছেন, এই যে শহরে প্রতিনিয়ত ঘটে চলা খুন বা ধর্ষণের ঘটনা, তারও পিছনে রয়েছে এমন কিছু মানসিকভাবে অসুস্থ ব্যক্তি৷ যেমন কিছুদিন আগেই শহরের নজর পড়েছিল পার্থ দে-র ওপর (রবিনসন স্ট্রিটে কঙ্কাল কাণ্ডে-র সঙ্গে জড়িত এই নাম)৷ উদয়ন দাস, দরবারা সিং থেকে শুরু করে অটো শঙ্কর পর্যন্ত, এমন নামের সংখ্যা নেহাত কম নয়৷ মানসিকভাবে অসুস্থ এমন কিছু ব্যক্তিত্ব কিছু বিদেশি ছবির প্রধান চরিত্র হলেও, বাংলায় তেমন ছবির সংখ্যা নেহাত কম৷ তাই দর্শকদের মধ্যেও আগ্রহ থাকবে এই ছবি নিয়ে, তা আঁচ করা যায়৷ ছবিতে মহিলা সাইকিয়াট্রিস্ট হিসেবে দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্ত-কে৷ মানসিকভাবে অসুস্থ লোকটির চরিত্রে থাকছেন ঋত্বিক চক্রবর্তী৷ আর ঋতুপর্ণার বর অর্থাত্ গোয়েন্দা বিভাগের ডেপুটি কমিশনার-এর চরিত্রে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কে৷ আরও একটি প্রধান চরিত্রের কাস্টিং বাকি৷ তবে ছবিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছে৷ সব্যসাচী চক্রবর্তী, শঙ্কর চক্রবর্তী, শুভাশিস মুখোপাধ্যায়, সাহেব চট্টোপাধ্যায়, মুমতাজ সরকার, অরুণিমা ঘোষ-এর মতো অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে কথা এগিয়েছে৷ পরিচালক এ কথাও জানাচ্ছেন, মানসিকভাবে অসুস্থ একজন ব্যক্তি ছবির কেন্দ্রে রয়েছে, আর তার নাম ক্রাইমের সঙ্গে জড়িয়েছে বলেই যে ছবি থ্রিলার, এমনটা নয়, বরং এই গল্পকে হিউম্যান স্টোরি হিসেবে তুলে ধরতে চাই৷ একজন সাইকিয়াট্রিস্টের দৃষ্টিভঙ্গি থেকে ঘটনাকে দেখার চেষ্টা থাকবে ছবিতে৷ ছবির রিসার্চের সঙ্গে যুক্ত রয়েছেন ডাক্তার শ্রীমন্তী চৌধুরী আর রানা মুখোপাধ্যায়৷ ছবির সঙ্গীত হেঁশেল সামলাবেন দেবজ্যেতি মিশ্র৷ চিত্রগ্রহণের দায়িত্বে থাকছেন শুভঙ্কর ভড়৷ ছবির শ্যুটিং হবে কলকাতা, মাসাঞ্জোর আর বোলপুরে৷ আর/১০:১৪/১৯ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2mhxZI6
March 20, 2017 at 04:34AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top