কলম্বো, ১৯ মার্চ- শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের জয়ে অভিনন্দন জানিয়েছেন দেশটির সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার কুমার সাঙ্গাকারা। সেই সঙ্গে আক্ষেপ জানিয়েছেন বাংলাদেশের সঙ্গে সিরিজটি কেন তিন ম্যাচের হল না। রবিবার কলম্বোর পি সারা ওভালে বাংলাদেশের জয়ের পর সাঙ্গাকারা টুইটারে দেয়া পোস্টে বলেন, নিজেদের শততম টেস্টে বাংলাদেশ হৃদয় ও সাহস নিয়ে খেলেছে। আমি নিশ্চিত শ্রীলংকা এই হার পেছনে ফেলে আবারো লড়াইয়ে ফিরবে। এটি দারুণ একটি টেস্ট ম্যাচ ছিল। দ্বিতীয় আরো একটি টুইটে সাঙ্গাকারা বলেন, যদি তৃতীয় আরো একটি টেস্ট হত তাহলে বিষয়টি হত আদর্শ। হতাশাজনক বিষয় হচ্ছে কোনো নির্ধারণী ম্যাচ থাকছে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও শ্রীলংকা ক্রিকেট বোর্ডকে এই বিষয়ে চিন্তা করতে আহ্বান জানাচ্ছি। আর/১০:১৪/১৯ মার্চ
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2nGmlUy
March 20, 2017 at 04:28AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন