নানা অপরাধের হোতা সেই জাহাঙ্গীরসহ গ্রেপ্তার ৪৮

স্টাফ রিপোর্টার ::
তিনি অপরাধমূলক কর্মকান্ডের মূলহোতা। হেন কোনো অপকর্ম নেই, যা তাঁর স্পটে হতো না। তাঁর নাম ন জাহাঙ্গীর আলম। তাকে ধরতে নানা চেষ্টা চালিয়ে আসছিল পুলিশ। তাঁর সহযোগীদের ধরা সম্ভব হলেও তিনি ছিলেন ধরাছোঁয়ার বাইরে। অবশেষে তিনি ধরা পড়েছেন। গতকাল সোমবার নির্বাহী ম্যাজিস্ট্রেট তাঁকে এক মাসের কারাদন্ডও প্রদান করেছেন। জাহাঙ্গীর নগরীর শেখঘাটের শহীদুল্লাহের ছেলে এবং ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সিকন্দর আলীর ছোটভাই। পুলিশ শুধু জাহাঙ্গীরকেই গ্রেপ্তার করেনি; তাঁর সহযোগী আরো ৪১ জনকেও গ্রেপ্তার করেছে। গতকাল পৃথক আরেকটি অভিযানে নগরীর লালদিঘিরপারস্থ তির খেলার একটি কাউন্টার থেকে গ্রেপ্তার করা হয়েছে আরো ৬ জনকে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ জানান, জাহাঙ্গীরসহ মোট ৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদেরকে কারাদন্ড ও অর্থদন্ড করেছেন। জাহাঙ্গীরের আস্তানা থেকে ৪৫টি মোবাইলফোন, ১ লাখ ৭৭ হাজার ৫শ টাকা এবং জুয়া খেলার বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, কাজিরবাজর আড়তদার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, বিল্লাল হোসেন, জামাল উদ্দিন ,রতিন্দ্র মালাকার, বাচ্ছু মিয়া, দেলওয়ার হোসেন, মুহিত আহমদ, ফজির আলী, ফজল উদ্দিন, মস্তফা আহমদ, সেলিম খান, বিলাল মিয়া সালেক আহমদ, এম হাফিজ, হাশেম, মো. মস্তফা, হানিফ, নাজমুল ইসলাম, আরাম দেব, তাহিদ মিয়া, মখলিছ মিয়া, পল্টু মিয়া, হারুনুর রশিদ, মুজিবুর রহমান, উত্তম চন্দ্র কর্মকার, শফিক আহমদ, আজির উদ্দিন, মিজানুর রহমান, আব্দুল কাদির, রূপক রায়, আব্দুল কাইয়ুম, হেলাল মিয়া শামিম আহমদ, আলী হোসেন, তোফায়েল আহমদ, জুয়েল মিয়া, হারুনুর রশিদ।
এদের মধ্যে জাহাঙ্গীর আলম, বিল্লাল হোসেন, জামাল উদ্দিন, রতিন্দ্র মালাকার, জুয়েল মিয়াকে ২শ টাকা করে জরিমানা করার পাশাপশি, জাহাঙ্গীর, বিল্লাল ও জুয়েল মিয়াকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড, জামাল উদ্দিনকে ৭ দিন ও রতিন্দ্র মালাকারকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
পুলিশ জানায়, গত সোমবার দিবাগত গভীর রাতে জাহাঙ্গীরের কাজিরবাজারস্থ জুয়ার আসর থেকে জাহাঙ্গীর আলমসহ ৪২ জনকে আটক করা হয়। গতকাল মঙ্গলবার বেলা ৩টার দিকে নগরীর কিন ব্রিজ এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদেরকে কারাদন্ড প্রদান করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল ইসলাম ও এম সাজ্জাদুল হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসে। পুলিশ ভ্রাম্যমাণ আদালতে জাহাঙ্গীরকে হাজির করলে তিনি অপরাধ স্বীকার করেন এবং পরে বিচারক তাকে একমাসের সাজা দেন বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি সোহেল আহম্মদ।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2m4rg0k

March 09, 2017 at 10:39AM
09 Mar 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top