একদিকে যখন পাকিস্তানে বন্ধ হতে চলেছে বলিউড অভিনেতা অক্ষয় কুমার অভিনীত ‘জলি এলএলবি–২’, ঠিক অন্যদিকে সোনাক্ষী সিনহা অভিনীত ‘নুর’ খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে পাকিস্তানে। এ ছবিতে একজন সাংবাদিকের ভূমিকায় অভিনয় করেছেন সোনাক্ষী।
পাকিস্তানি লেখিকা শাবা ইমতিয়াজের বই ‘করাচি, ইউ আর কিলিং মি’ অবলম্বনে বলিউড পরিচালক সুনীল সিপ্পির ছবি ‘নুর’ সারা ভারত সহ পাকিস্তানের প্রেক্ষাগৃহেও মুক্তি পাবে। ছবির প্রযোজক ভূসন কুমার এ কথা জানিয়েছেন।’
এই ছবিতে সাংবাদিক–লেখিকা নুরের জীবনযাত্রাকে বর্ণনা করা হয়েছে। পরিচালক সিপ্পি জানান, ‘শাবা ইমতিয়াজের বই থেকে শুধুমাত্র আইডিয়া নেওয়া হয়েছে। চরিত্রগুলিকে মুম্বাইয়ের জীবনযাত্রার সঙ্গে মেলানো হয়েছে। এছাড়া আর কোনও মিল খুঁজে পাওয়া যাবেনা। ছবিটি তৈরি করতে ছবির কলাকুশলীরা খুবই পরিশ্রম করেছেন।’
ছবির মুখ্য ভূমিকায় অভিনীত সোনাক্সি জানান, ‘এই ছবিতে অভিনয় করার পরই সাংবাদিকদের প্রতি আমার শ্রদ্ধা আরও বেড়ে গেছে। সাংবাদিকদের কাজ মোটেও খুব সহজ নয়। ‘নুর’ সেরকমই একজন সাংবাদিক।’ ২১ এপ্রিল মুক্তি পাবে ছবিটি।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2m26wFr
March 09, 2017 at 02:41PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.