মিরাজকে হারিয়ে ‘সঙ্গীহীন’ মুশফিক

দারুণ খেলছিলেন মেহেদী হাসান মিরাজ। মুশফিকের সঙ্গে ১১৮ রানের জুঁটি গড়ার পর ব্যক্তিগত ৪১ রানে ফিরলেন মিরাজ। এ যে বড় ক্ষতি। এ জুঁটির দিতেই তাকিয়ে ছিল দল। জুঁটি ভাঙার সঙ্গে সঙ্গে বাংলাদেশের ভালো স্কোর গড়ার স্বপ্ন শেষ হয়ে গেল।

মুশফিক উইকেট থাকলেও তাকে সঙ্গ দেওয়ার মতো কেউ নেই। মিরাজের পর ফিরে গেছেন তাসকিন আহমেদ, কোনো রান না করে।

এ রিপোর্ট লেখার সময় প্রথম ইনিংসে বাংলাদেশের রান ৮ উইকেটে ২৯৮।৭৫ রানে ব্যাট করছিলেন মুশফিক। প্রথম ইনিংসে ৪৯৪ রানে অলআউট হয়েছিল শ্রীলঙ্কা।

এদিকে উইকেট কিপিংয়ের চাপমুক্ত এদিন ব্যাটিংয়ে আরো সাবলীল মুশফিক । সৌম্য, সাকিব, লিটন দাসরা বাজে শট খেলে আউট হলেও ব্যতিক্রম মুশফিক। অত্যন্ত সতর্ক তিনি। একটি বাজে শটও খেলেননি ।

কঠিন সময়ে হাল ধরেন দলের। ইতিমধ্যে ক্যারিযারের ১৬তম হাফ সেঞ্চুরি করে ফেলেছেন তিনি। হাফ সেঞ্চুরি করতে ১০৭ বলে খেলেছেন মুশফিক। তবে সঙ্গীর অভাবে সেঞ্চুরিটা হয়তো করা হচ্ছে না তার।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2n2i7ct

March 09, 2017 at 02:53PM
09 Mar 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top