মইষাল সজল

বরাবরই ভিন্নধর্মী চরিত্রে অভিনয়ের আগ্রহী সজল। আর এসব ভিন্নধর্মী চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে প্রশংসাও কুড়িয়েছেন বেশ। এমনই আরও একটি ভিন্নধর্মী গল্প ও চরিত্রে সম্প্রতি অভিনয় করলেন জনপ্রিয় অভিনেতা সজল। হাবিবের রচনা ও আজাদ কালামের পরিচালনায় নাটকটির নাম ‘মইষাল’। সজল বলেন, ‘যেকোনো অভিনেতারই স্বপ্ন থাকে অভিনয়ে যুদ্ধ আছে, চ্যালেঞ্জ আছে এমনসব চরিত্রে কাজ করার। এই সৌভাগ্যটা আমার অনেকবার হয়েছে। ‘মইষাল’ নাটকটিও তেমন চ্যালেঞ্জিং অভিনয়ের একটি জায়গা। একজন নির্মাতা হিসেবে আজাদ কালাম অনেক বেশি অভিজ্ঞ এবং তার কাজে নতুনত্ব রয়েছে। সবমিলিয়ে কাজটি আমার কাছে সোনার হরিণ পাওয়ার মতোই। মানিকগঞ্জের একটি চরে শুটিং করেছি আমরা। খেজুর গাছে উঠা, মহিষের গাড়ি চালানো থেকে অনেককিছুই করতে হয়েছে আমাকে।’
এ নাটকে সজলসহ আরও অভিনয় করেছেন প্রভা, ওমর আয়াজ, শিল্পীসরকারসহ আরও অনেকে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2m2eiPu

March 09, 2017 at 02:57PM
09 Mar 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top