অভিযুক্ত চিনা কর্মীকে বহিস্কার ‘ওপো ইন্ডিয়া’-র

নয়াদিল্লি, ২৯ মার্চঃ ‘ওপো ইন্ডিয়া’ বুধবার এক বিবৃতিতে জানিয়ে দেয় ভারতের জাতীয় পতাকার প্রতি অসম্মান প্রদর্শনের জন্য দায়ী নয়ডার সেক্টর ৬৩ তে ‘ওপো’-র কার্যালয়ের এক চিনা কর্মীকে বহিস্কার করল সংস্থা।

প্রসঙ্গত, মঙ্গলবার প্রোডাকশন ম্যানেজার এক চিনা কর্মীর ভারতের জাতীয় পতাকা ছিঁড়ে ডাস্টবিনে ফেলার অভিযোগে নয়ডার সেক্টর ৬৩ তে ‘ওপো’র অফিসের সামনে বিক্ষোভ দেখায় কর্মীরা।

এদিন কোম্পানির তরফে বলা হয়, ‘ সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা তদন্তের মাধ্যমে জানতে পারি অভিযুক্ত ব্যক্তি নিয়মিত এক্সটারনাল মেটেরিয়াল দেখার সময় হঠাত্ই জাতীয় পতাকাটি টেবিল থেকে সরিয়ে এই কাণ্ডটি ঘটান। ওপো ইন্ডিয়া এই ঘটনার জন্য ক্ষমাপ্রার্থী এবং কোনো কর্মীর এহেন আচরণ কোম্পানির নিয়মবহির্ভূত। অভিযুক্তের বিরুদ্ধে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

 



from Uttarbanga Sambad http://ift.tt/2nAadq4

March 29, 2017 at 08:38PM
29 Mar 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top