নিজস্ব প্রতিবেদক ● কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি সংলগ্ন দক্ষিণ বাগমারায় একটি জঙ্গি আস্তানা ঘিরে রেখেছে পুলিশ-র্যাব। বুধবার বিকেলে কুমিল্লা পুলিশ সুপার মো. শাহ আবিদ হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জঙ্গি আস্তানা সন্দেহে বাড়িটি ঘিরে রেখেছে।
সূত্র জানায়, বুধবার কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি সংলগ্ন দক্ষিণ বাগমারায় একটি বাড়িতে জঙ্গিদের আস্তানা রয়েছে বলে পুলিশ জানতে পারে। পরে বিকালে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা ঐ বাড়িটি ঘিরে ফেলেন।
নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক কর্মকর্তা বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থান থেকে আটক করা জঙ্গিদের দেয়া তথ্যে কুমিল্লার জঙ্গিদের খোঁজ পাই।
সূত্রে আরো জানা যায়, জঙ্গিদের সন্ধান পাওয়া ওই বাড়িটির মালিক দেলোয়ার হোসেন। পেশায় পিকআপ ড্রাইভার। তিনি আগে সৌদি ছিলেন। ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের হাতে আটক এক জঙ্গির তথ্যের ভিত্তিতে সেখানে জঙ্গিদের অবস্থান নিশ্চিত হয় আইনশৃঙ্খলা বাহিনী।
তিনতলা ভবনটির নিচতলায় জঙ্গিরা অবস্থান করছে বলে জানিয়েছে পুলিশ।
আশপাশের বাসার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। কাউন্টার টেরোরিজম ইউনিটের একটি দল ঢাকা থেকে সেখানে পৌঁছনোর পর মূল অভিযান শুরু হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এদিকে সন্ধ্যা ৭টা ৪০মিনিটের দিকে দেলোয়ার হোসেনের ভাই সাদ্দাম হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
from Comillar Barta™ http://ift.tt/2o7gmuN
March 29, 2017 at 08:04PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন