উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, কালিয়াগঞ্জঃ ৭ দিন অপেক্ষা শেষে পরীক্ষামূলক চলাচলের জন্য বুধবার দুপুরে উত্তর দিনাজপুরের রাধিকাপুর হয়ে মালগাড়ি গেল বাংলাদেশে। ২০০৪ সালে এই পথ দিয়ে শেষবার মালগাড়ি গিয়েছিল বাংলাদেশে। গেজ বদলের কারণে মাঝে ১৪ বছর বন্ধ থাকার পর নেপাল, বাংলাদেশ, ভারত, ভূটান সার্ক চুক্তি অনুসারে ফের এই রেলপথে পণ্যবাহী ট্রেন চলাচল প্রক্রিয়া শুরু হয়েছে। সেই প্রক্রিয়ার অঙ্গ হিসাবে এদিন ৪২টি বগি নিয়ে মালগাড়ি গেল বাংলাদেশে। পাথর বোঝাই এই মালগাড়ি পরীক্ষা করবে নতুন করে পাতা রেলপথের ওজন নেওয়ার ক্ষমতা। এই পরীক্ষায় সফল হলেই রাধিকাপুর দিয়ে বাংলাদেশের বিরল হয়ে পণ্যবাহী ট্রেন চলাচল পুরোদমে চালু হবে।
এদিন ইঞ্জিনের সঙ্গে থাকা গার্ড আফজল হোসেন বলেন, ‘ওপারে বিরল পর্যন্ত নতুন রেলপথের ভারবহন ক্ষমতা পরীক্ষা করতেই এই পাথর বোঝাই ট্রেন যাচ্ছে। রাধিকাপুর দিয়ে প্রবেশ করলেও এই মালগাড়ি ভারতে ফিরবে চব্বিশপরগণার গেদে সীমান্ত পথ দিয়ে।’
গত বুধবার এই গাড়ি বাংলাদেশে যাওয়ার জন্য আসে জেলার রায়গঞ্জ স্টেশনে। বাংলাদেশে প্রবেশে অনুমতি চেয়ে বার্তা পাঠানো হলেও সবুজ সংকেত মেলেনি এতদিন। এক সপ্তাহ বাদে সবুজ সংকেত দিয়ে বাংলাদেশ সরকার এদিন ইঞ্জিন পাঠায়। দুপুরে সেই মালগাড়ি রওনা হয়।
from Uttarbanga Sambad http://ift.tt/2lYOQL5
March 08, 2017 at 10:28PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.