গল, ০৮ মার্চ- সাকিব আল হাসানকে সরিয়ে নিলে বাংলাদেশের বাকি চার বোলারের মিলিত অভিজ্ঞতা মোটে ১১ টেস্টের। এর পাঁচটিই আবার খেলেছেন মেহেদী হাসান মিরাজ। এত কম অভিজ্ঞতা নিয়েও ব্যাটিং উইকেটে শ্রীলঙ্কাকে পাঁচশ রানের নিচে বেধে রাখায় খুশি প্রধান কোচ চন্দিকা হাথুরুসিংহে। পেসারদের মধ্যে সবচেয়ে বেশি ৩টি টেস্ট খেলেছেন তাসকিন আহমেদ। দুটি মুস্তাফিজুর রহমান। শুভাশীষ রায় চৌধুরী মোটে একটি। টস জিতে ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে ৪ উইকেটে ৩২১ রান করে শ্রীলঙ্কা। দ্বিতীয় দিন এক পর্যায়ে ৯৬ রানে শেষ ৬ উইকেট হারিয়ে তারা গুটিয়ে যায় ৪৯৪ রানে। দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে আসা হাথুরুসিংহে জানান, সুযোগ কাজে লাগাতে পারলে আরও কম রানে বেধে ফেলা যেত স্বাগতিকদের। আমি নো বল নিয়ে হতাশ। তবে টস হেরে ফিল্ডিং করার পর সমতল ব্যাটিং উইকেটে প্রতিপক্ষকে পাচশ রানের নিচে থামানো বেশ ভালো প্রচেষ্টা। ওই উইকেটগুলো নিতে পারলে এটা আরও ভিন্ন রকম হতে পারতো। গল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বুধবারের খেলা শেষে বাংলাদেশের স্কোর ২ উইকেটে ১৩৩ রান। হাথুরুসিংহে মনে করেন, এই দিনটি সমানই কেটেছে দুই দলের। টেস্টে এখনও লম্বা সময় বাকি। কোনো কিছু অনুমান করার সময় এখনও আসেনি। আমরা ১৩৩ রান করেছি, এখনও ৩৬০ রানে পিছিয়ে আছি। এখনও উইকেট ভালো। আমার মনে হয়, এই টেস্টে এখনও অনেক কিছু ঘটতে বাকি। আর/১০:১৪/০৮ মার্চ
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2n6tZr0
March 09, 2017 at 04:23AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন