মো. আবুল কাশেম, বিশ্বনাথ থেকে :: মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সিলেটের বিশ্বনাথে সর্বস্তরের মানুষ শহীদ মিনারে শ্রদ্ধার্য্য অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। রোববার (২৬ মার্চ) ভোরের আলো ফুটতেই ফুলে ফুলে ভরে যায় শহীদ মিনার।
ভোর ৫টা ৫৭ মিনিটে উপজেলার সদরের কেন্দ্রীয় শহীদ বেদিতে শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন,আওয়ামী লীগ, বিএনপি, পল্লী বিদ্যুৎ অফিস। এরপর বিভিন্ন রাজনীতিক দল, সামাজিক সংগঠন, ব্যবসায়ী নেতৃবৃন্দ শহীদ বেদিতে শ্রদ্ধা জানান।
সকাল সাড়ে ৮টায় উপজেলা পরিষদ মাঠে উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে স্বাধীনতা দিবসের দ্বিতীয় পবের্র অনুষ্ঠান শুরু করেন। এরপর তিনি উপজেলা পরিষদ মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত শরীর চর্চা, ডিসপ্লে প্রদর্শন ও ক্রীড়া প্রতিযোগীতায় অনুষ্ঠিত হয়।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অমিতাভ পরাগ তালুকদার, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আবদুল হক,বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম পিপিএম, থানার ওসি (তদন্ত) কামাল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আলীনূর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোলেমান হোসাইন, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম সরকার, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক,বিশ্বনাথ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, সদস্য নূর উদ্দিন। শিক্ষক শিক্ষিকা ছাত্র-ছাত্রী ও সুধীজন।
পুলিশ, আনসার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা কুঁচকাওয়াজ ও শারীরিক কসরত প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2nTUWBp
March 26, 2017 at 08:52PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন