মো. আবুল কাশেম, বিশ্বনাথ থেকে :: বিশ্বনাথে একটি গ্রামের নামকরণ নিয়ে প্রায় দুই যুগ ধরে দু’পক্ষের মধ্যে চরম দ্বন্ধের সৃষ্টি হয়েছে। এনিয়ে আদালতে গ্রামের দু’পক্ষের মামলা মোকদ্দমাও রয়েছে। দিন দিন বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে বাড়ছে ক্ষোভ আর অসন্তোষ।
এদিকে, বিষয়টি নিস্পত্তির লক্ষ্যে ছোট খুরমা গ্রামবাসীর আহবানে শনিবার স্থানীয় ইউনিয়ন পরিষদের বর্তমান ও সাবেক চেয়ারম্যানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দুই গ্রামবাসীর মধ্যে চলমান দন্ধ আপোষে নিস্পত্তির লক্ষ্যে উদ্যোগ গ্রহন করা হয়েছে।
জানা গেছে, উপজেলার অলংকারি ইউনিয়নে ছোট খুরমা নামে একটি গ্রাম রয়েছে বলে দাবি এক পক্ষের। অন্যদিকে ওই গ্রামের নাম পেছি খুরমা বলে দাবি করে আসছে অপর পক্ষের লোকজন। এতে আদালতে উভয় পক্ষের লোকজন মামলা মোকদ্দমায়ও গড়িয়েছেন।
এ দুটি নাম নিয়ে গেজে প্রকাশের দাবিতে দু’পক্ষের মধ্যে চলছে কাঁধা ছোড়াছুড়ি। দীর্ঘ দিনের সৃষ্ট নামকরণ দ্বন্ধে ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, ভূমি ক্রয়-বিক্রয়, জন্মনিবন্ধন’সহ বিভিন্ন সার্টিফিকেট জটিলতায় বিপাকে রয়েছেন গ্রামের হাজারো মানুষ।
এমন দ্বন্ধের কারণে কোমলমতি থেকে শুরু করে নতুন প্রজন্মের মধ্যে চরম হতাশা বিরাজ করছে। ছোট খুরমা নামে ভোটারসহ প্রায় ৭৫ভাগ মানুষ, স্কুল, ঈদগাহ, সড়কসহ বেশ কয়েকটি প্রতিষ্টানের নামকরণও রয়েছে। তাই লোকজন ছোট খুরমা’র নামে গেজেট প্রকাশের দাবি জানিয়ে আসছেন। প্রয়োজনে তারা পেছি খুরমা থেকে ভাগ হয়ে যেতেও রাজি।
অন্যদিকে, গ্রামের কিছু সংখ্যাক লোকজন পেছি খুরমা নামে গেজেট পাস করার দাবী করে আসছেন। তাদের একটাই দাবি পেছি খুরমা গ্রামটি তাদের পূর্ব পুরুষের নামে। কিন্তু পেছি খুরমা নামে আর কোনো শিক্ষা প্রতিষ্টান অথবা অন্য কোনো প্রতিষ্টানের নামকরণও নেই। তাদের দ্বন্ধের নিরসন করতে গত বছরের ১৬আগষ্ট স্থানীয় ইউনিয়ন পরিষদে উভয় পক্ষকে নিয়ে এক বৈঠক করেন বিভাগীয় পরিচালক। এতেও কোন সমাধান হয়নি।
এদিকে, বিষয়টি নিস্পত্তির লক্ষ্যে ছোট খুরমা গ্রামবাসীর আহবানে গতকাল শনিবার দুপুরে ছোট খুরমা গ্রামের তাহির আলীর বাড়িতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অলংকারী ইউপি চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেলের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান লিলু মিয়া, বিশ্বনাথ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ওয়াহিদ আলী, এলাকার মুরব্বি আব্দুল ওয়াদূদ বিএসি, তকবির মিয়া চৌধুরী, হাজী আরজান আলী, তছির আলী, আছাব আলী, সাবেক ইউপি সদস্য ইরন মিয়া, আজাদ মিয়া, তফজ্জুল আলী, আরফান আলী, বর্তমান ইউপি সদস্য সাজ্জাদ মিয়া, রিয়াজ আলী, মুরব্বি আনোয়ার মিয়া, মনিরুজ্জামান হিরন, মাস্টার আব্দুন নুর, মানিক মিয়া, মকন মিয়া, তাহির আলী, ছুরাব আলী, আব্দুল খালিক, ছাদ আলী, আব্দুল জলিল, মাস্টার মকদ্দুল আলী, লিয়াকত আলী প্রমুখ। বৈঠকে দুই গ্রামবাসীর মধ্যে চলমান দন্ধ আপোষে নিস্পত্তির লক্ষ্যে উদ্যোগ গ্রহন করা হয় এবং বর্তমান ও সাবেক ইউপি চেয়ারম্যান, মেম্বারবৃন্দ’সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2nTR5nZ
March 26, 2017 at 08:59PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন