অমিতাভ বচ্চনের পর এবার আমির খান। একই কাজ করলেন এই দুই তারকা। আসলে দুজনই প্রসেনজিৎকে টুইট করলেন। নতুন কাজ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন বলিউড পারফেকশনিস্ট। বিরসা দাশগুপ্তের পরিচালনায় ওয়ান সিনেমায় নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ। ছবির ট্রেলার টুইট করে আমির লিখেছেন, অসাধারণ ট্রেলার প্রসেনজিৎ। টিমের সকলকে শুভেচ্ছা। এ ছবিতে প্রথমবার জুটি বাঁধলেন যশ দাশগুপ্ত ও নুসরত। আমির ঘনিষ্ঠদের ছাড়া খুব একটা সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করেন না। ফলে প্রসেনজিৎকে নিজে থেকে শুভেচ্ছা জানানোর ফলে খুশি সকলেই। প্রসেনজিৎ পাল্টা টুইটে লিখেছেন, ধন্যবাদ। তোমার মতো বন্ধু পেয়ে আমি গর্বিত। যে সব সময় চ্যালেঞ্জ নিতে উত্সাহ দেয়। টুইটে অমিতাভ লিখেছিলেন, বাংলার তারকা প্রসেনজিৎ এবং বন্ধু। ট্রেলার দেখে শুভেচ্ছা জানিয়েছে গোটা টলিউড। দর্শকদের বেশ পছন্দ হয়েছে। এফ/১৬:৫৯/১৪ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2nj2Wfs
March 14, 2017 at 10:58PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top