ড্যানফোর্থ, ০১ মার্চ- আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে ২৫ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যায় ড্যানফোর্থের মিজান কমপ্লেক্সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন কানাডা ইনক এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনকরে। সংগঠনের সহ-সভাপতি অনুপ সেনগুপ্ত এবং সাংস্কৃতিক সম্পাদক কানিজ ফাতেমার প্রানবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতেই সমবেত সংগীত আমার ভায়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী গানটির করুন সুরের রাগিণীতে সভাস্থল পিন পতন নীরব হয়ে পড়ে। এর পর পরই শুরু হয় আলোচনা পর্ব। সংগঠনের সাধারণ সম্পাদক এ.এম.এম তোহাশহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে আগত অতিথিদের শুভেচ্ছা জানান। বায়ান্নের ভাষা আন্দোলনের প্রেক্ষিত, প্রেক্ষাপট এবং তাৎপর্য তুলে ধরে তাত্ত্বিক বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ড. শাহাদাত হোসেইন, মো. আমিন মিয়া এবং প্রতিষ্ঠাতা সভাপতি মো. ইলিয়া সমিয়া। সংগঠনের সভাপতি সমর পাল উপস্থিত সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানিয়ে আলোচনা পর্বেরসমাপ্তি ঘোষণা করেন ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করার আমন্ত্রণ জানান। সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে সমবেত সংগীত, এতে দেশাত্মবোধক গান পরিবেশন করেন যথাক্রমে মুক্তা পাল, কানিজ ফাতেমা, অনিতা পাল, প্রতিমা সরকার, মুনিরা সারোয়াথ, সুলতান নাহিদ খান সিরাজী, অনুপ সেনগুপ্ত, তানভী হক এবং সাজ্জাদ হোসেন। একক সংগীত পরিবেশন করেন নতুন প্রজন্মের কঙ্কা পাল, জয়িতা ভট্টাচার্য, তনুশ্রী ভট্টাচার্য এবং ইউশানাহিয়ান। একক সংগীতে আরো অংশগ্রহণ করেন যথাক্রমে মুক্তা পাল, তানভী হক এবং মুনিরা সারোয়াথ। সুদূর অটোয়া থেকে আগত সংগঠনের আঞ্চলিক প্রতিনিধি অং সুই থোয়াই এবং নারগিস আক্তার রুবির পরিবেশনা ছিল সত্যি ইউপভোগ্য। তবলায় সঙ্গত করেন শ্রীবাসদে। সব কটা জানালা খুলে দাওনা গানটির সাথে অনবদ্য নৃত্য পরিবেশন করেন এই প্রজন্মের মৃত্তিকা পাল। যা ছিল সত্যিই প্রসংশনীয়। অনুষ্ঠানের সর্বশেষ পরিবেশনা ছিল মুনির চৌধুরীর কবর নাটকের মঞ্চায়ন। নাটকের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শরীফা কামাল মসি, মাহফুজ আরা সোবহান এবং কামালুদ্দিন আহমেদ।এতে অভিনয় করেন তানভি হক, সাজ্জাদ হোসেন, কানিজ ফাতেমা, অনুপ সেনগুপ্ত এবং নতুন প্রজন্মের মুতাসিম কামাল, ইন্তিসার কামাল ও আলিফ হক। অনুষ্ঠানের বিভিন্ন পর্যায়ে যাদের উপস্থিতি, সহযোগিতা এবং নিরলস পরিশ্রম প্রণিধানযোগ্য এবং প্রশংসনীয় তারা হলেন : অভ্যর্থনা ও আপ্যায়ন : নাজমুল মুন্সি, কামরুল আলম, সুধান রায় এবংবিশ্বজিৎ দে। আলোক নিয়ন্ত্রন : বাহাউদ্দিন বাহার শব্দ নিয়ন্ত্রন : সারওয়ার জামান এবং তাপস ভট্টাচার্য মঞ্চ ও পোষাক : শরীফাকামাল মসি ও কামালুদ্দিন আহমেদ। সার্বিক তত্ত্বাবধানে ও সহযোগিতায় : সমর পাল এবং এ, এম, এম তোহা। আর/১৭:১৪/০১ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2lpFis4
March 01, 2017 at 11:49PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top