অনলাইনে রেলের টিকিট কাটতে আবশ্যিক হচ্ছে আধার

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, নয়াদিল্লিঃ দালালচক্রের রমরমা রুখতে আধার ভিত্তিক টিকিট কাটার ব্যবস্থা চালু করতে চলেছে কেন্দ্রীয় রেলমন্ত্রক। বৃহস্পতিবার রেলমন্ত্রী সুরেশ প্রভু এই পরিকল্পনার কথা জানান। এর ফলে টিকিট কাটার ক্ষেত্রে দালালদের গতিবিধি অনেকটাই বন্ধ করা যাবে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, বর্তমানে প্রবীণ নাগরিকদের টিকিট কাটার ক্ষেত্রে বয়সের প্রমাণ হিসেবে আধার নম্বর দেওয়াটা আবশ্যিক। আধারের পাশাপাশি নগদবিহীন টিকিট কাটার বন্দোবস্তও ব্যাপকহারে চালু করতে চান রেলমন্ত্রী।

সুরেশ প্রভু জানান, এর জন্য সারাদেশে গুরুত্বপূর্ণ রেলস্টেশনগুলিতে ৬ হাজার পয়েন্ট অফ সেল মেশিন এবং ১০০০ অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিন বসানো হবে। আধার ভিত্তিক টিকিট কাটার ব্যবস্থা সম্পর্কে রেলের এক আধিকারিক জানান, আইআরসিটিসি-র ওয়েবসাইটে টিকিট জন্য ওয়ান টাইম রেজিস্ট্রেশনের জন্য আধার নম্বর দিতে হবে। এতে ভুয়ো পরিচয় দিয়ে টিকিট কাটার কারবার অনেকটাই নিয়ন্ত্রণে আসবে।



from Uttarbanga Sambad http://ift.tt/2mxvn8N

March 02, 2017 at 10:59PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top