আরও জোড়ালো হল শিলিগুড়ি জেলার দাবি

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, শিলিগুড়িঃ শিলিগুড়িকে জেলা ঘোষণার দাবিতে জোটবদ্ধ হলেন শিলিগুড়ির মানুষ। মঙ্গলবার কংগ্রেসের ডাকা নাগরিক কনভেনশনেই দেখা গেল সেই চিত্র। জেলা গঠনের দাবিতে নাগরিক কনভেনশনে যোগ দিলেন শহরের বুদ্ধিজীবী থেকে শুরু করে সাধারণ মানুষ।

এদিন বিকেল ৪টায় শুরু হয় নাগরিক কনভেনশন। কনভেনশনের সভাপতিত্ব করেন ফাঁসিদেওয়ার বিধায়ক সুনিল তিরকি। শিলিগুড়ির ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত নাগরিক কনভেনশনে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ সোমেন মিত্র, আমজাদ আলি, শহরের বিশিষ্ট অর্থনীতিবিদ ডঃ মানস দাসগুপ্ত, বিশিষ্ট চিকিত্সক ডঃ কৃষ্ণচন্দ্র মিত্র, বৃহত্তর শিলিগুড়ি নাগরিক মঞ্চের পক্ষ থেকে সোমনাথ চট্টোপাধ্যায়, প্রাক্তন মেয়র গঙ্গোত্রী দত্ত সহ একাধিক গুনি ব্যক্তিত্ব।

কেন শিলিগুড়িকে জেলা হিসেবে গঠন করা যেতে পারে তাঁর যাবতীয় বিবরণ দিয়ে ইতিমধ্যে রাজ্যপালের কাছে একটি স্মারকলিপিও প্রদান করেছে। এরপরই শিলিগুড়ি জেলা গঠনের দাবিতে ‘শিলিগুড়ি জেলা গঠন প্রচার কমিটি’ নামে একটি কমিটি গঠন করে এদিন নাগরিক কনভেনশনের ডাক দেয় কংগ্রেস।



from Uttarbanga Sambad http://ift.tt/2naD4hA

March 07, 2017 at 10:28PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top