মো. আবুল কাশেম, বিশ্বনাথ (সিলেট )প্রতিনিধি :: দীর্ঘদিন পর সিলেটের বিশ্বনাথ উপজেলা ও বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সম্মেলন আগামী ১৬ মার্চ বৃস্পতিবার অনুষ্ঠিত হবে। সিলেট জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ এ সম্মেলনের তাখির নিধারণ করেছেন বলে উপজেলা ছাত্রলীগ নেতারা জানিয়েছেন।
সম্মেলন সফল করার লক্ষে নেতাকার্মীরাও প্রস্তুতি রয়েছেন। তবে নেতৃত্ব পেতে মাঠ পর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের পাশাপাশি উপজেলা ও জেলা পর্যায়ে ছাত্রলীগ ও আওয়ামী লীগ শীর্ষ নেতাদের কাছেও নিজেদের অবস্থান তুলে ধরতে সচেষ্ট পদ-পদবি প্রাপ্ত নেতারা।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট ২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ। এছাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ সম্মেলন অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে ছাত্রলীগ নেতারা জানিয়েছেন।
জেলা ও উপজেলা ছাত্রলীগের একাধিক সূত্রে জানিয়েছে, সিলেট জেলা ছাত্রলীগের সম্মেলন আগামী ১৮ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যার ফলে জেলার প্রতিটি উপজেলা,কলেজ কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করে জেলা ছাত্রলীগ। ইতি মধ্যে কয়েকটি উপজেলা ও কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষনা করা হয়েছে।
ফলে আগামী বৃহস্পতিবার বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের সম্মেলন আহবান করা হয়েছে। এতে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে পাচ্ছে। তবে উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটি ভেঙে নতুন কমিটি নিয়ে আলোচনার বিষয় কারা আসছেন নেতৃত্বে। আহবায়ক কমিটির মেয়াদ ছিল ৩ মাস।
কিন্তু সাড়ে ৪ বছর পেরিয়ে যাওয়ার পরও সেই আহবায়ক কমিটি দিয়েই খুঁড়িয়ে চলছিল উপজেলা ছাত্রলীগ। পূর্ণাঙ্গ কমিটি না থাকায় উপজেলা ছাত্রলীগে একধরনের স্থবিরতা বিরাজ করছিল। হতাশায় আচ্ছন্ন হয়ে পড়ছিলেন নেতাকর্মীরা। তবে এবার নতুন কমিটি গঠনের ফলে বিশ্বনাথে ছাত্রলীগ আরও চাঙ্গা হবে বলে তৃনমূল নেতাকর্মীরা জানান।
দলীয় সূত্রে জানাযায়, উপজেলা ছাত্রলীগের ১৫ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয় ২০১২ সালের ৩০ জুন। ফয়জুল ইসলাম জয়কে আহবায়ক ও জাহাঙ্গীর আলম, আবদুল মালিক সুমন ও মুহিবুর রহমান সুইটকে যুগ্ম আহবায়ক করে কমিটি গঠন করা হয়। এই কমিটির মেয়াদ ছিল ৩ মাস। এ সময়ের মধ্যেই সম্মেলন করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার দায়িত্ব ছিল আহবায়ক কমিটির।
এদিকে, ২০১৩ সালে শীততল বৈদ্য কে সভাপতি, সাধারণ সম্পাদক শাহ রুবেল আহমদ করে ৩১ সদস্য বিশিষ্ট বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রলীগের কমিটি গঠন করা হয়। তবে এবার কলেজ ছাত্রলীগের কমিটি ভেঙে নতুন কমিটি গঠিত হচ্ছে। ফলে কলেজ ছাত্রলীগ নেতাদের মধ্যেও প্রাণঞ্জলতা লক্ষ করা যাচ্ছে।
বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি ও উপজেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী শিতল বৈদ্য বলেন, সম্মেলন হচ্ছে শুনে নেতাকর্মীদের মধ্যে প্রাণঞ্জলতা ফিরে এসেছে। দলের ত্যাগী নেতাদের মাধ্যমে উপজেলা ও কলেজ ছাত্রলীগের কমিটি গঠন করা হবে বলে তিনি মনে করেন। কলেজ কমিটিতে নয়,উপজেলা কমিটির সভাপতি পদপ্রার্থী বলে তিনি দাবি করেন।
উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক ও সভাপতি পদপ্রার্থী মুহিবুর রহমান সুইট বলেন, উপজেলা ছাত্রলীগের সম্মেলন প্রস্তুতি গ্রহন করার জন্য জেলা ছাত্রলীগের নিদের্শনা পেয়েছি। তাদের সময় উপযোগী নিদের্শনাকে বাস্তবায়নের জন্য সম্মেলনকে সফল ও সুন্দর করার প্রচেষ্টা ইতি মধ্যে আমরা শুরু করেছি। আমার বিশ্বাস এই সম্মেলন বিশ্বনাথবাসীর উৎসবে পরিনত হবে।
তিনি বলেন, আমাদের নেতা আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী ও জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দের যেকোনো সিন্ধান্ত দলের সার্থে আমি মাথা পেতে নেব। নতুন নেতৃত্ব আসলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরীর হাত আরও শক্তিশালী হবে বলে তিনি মনে করেন।
বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক ও সভাপতি পদপ্রার্থী আবদুল মালিক সুমন বলেন, ছাত্রত্ব যাদের আছে তাদের নিয়ে যেন কমিটি গঠন করা হয়। ছাত্রলীগকে শক্তিশালী করতে ত্যাগী ও মাঠের নেতাকর্মিদের নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে তিনি মনে করেন।
সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ বলেন, বিশ্বনাথ উপজেলা ও ডিগ্রি কলেজ ছাত্রলীগের সম্মেলন আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। আহবায়ক কমিটি ভেঙে নতুন কমিটি দলের তৃণমূল নেতাকর্মীর মতামতের ভিত্তিতে কমিটি গঠন করা হবে বলে তিনি জানান।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2mZzM44
March 13, 2017 at 01:52PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন