মুম্বাই, ২৪ মার্চ- কলকাতা নাইট রাইডার্সের ভক্তদের মন খারাপ হতে বাধ্য। ইডি নোটিশ জারি করল শাহরুখ খানের বিরুদ্ধে। আইপিএল শুরুর ঠিক আগেই এল এই খবর। আইপিএলের দামামা বেজে গিয়েছে। তার আগেই কিন্তু ভয়ঙ্কর খবর কলকাতা নাইটরাইডার্সের ভক্তদের জন্য। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট নোটিশ জারি করল কেকেআর-এর মালিক শাহরুখ খান, তাঁর পত্নী গৌরী খান ও কেকেআর-এর আর এক অংশীদার জুহি চাওলার বিরুদ্ধে। ইডি সূত্রে খবর, ২০০৮-এ আইপিএল-এ কলকাতার দল কেনার জন্য একটি পৃথক সংস্থা গঠন করে শাহরুখের সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। সেই সংস্থার ডিরেক্টর বানানো হয় গৌরীকে। প্রথমে তাঁর নামেই সব শেয়ার কেনা হয়েছিল। কেকেআর সাফল্য পাওয়ার পরে নতুন করে আবার ২ কোটি শেয়ার কেনা হয়। তার মধ্যে ৪০ লক্ষ শেয়ার ১০ টাকা দরে জুহিকে বিক্রি করা হয়। সেই শেয়ারগুলির আসল দাম ছিল ৮৬ থেকে ৯০ টাকা। ফলে জুহি যখন তাঁর শেয়ার বিক্রি করেন, তখন তাঁর বিদেশি মুদ্রা বিনিময়ে ৭৩.৬ কোটি টাকা ক্ষতি হয়। ২০০৮-এ ৭.৫ কোটি টাকা দিয়ে কেকেআর কেনেন শাহরুখ। শুরু থেকেই আইপিএল-এর অন্যতম ধনী দল কেকেআর। শাহরুখের জনপ্রিয়তা এবং চ্যাম্পিয়ন হওয়ার জন্য দেশে তো বটেই, এমনকী দেশের বাইরেও কেকেআর-এর বিপুল সমর্থক তৈরি হয়েছে। এরপর ওয়েস্ট ইন্ডিজের টি-২০ লিগেও দল কিনেছেন শাহরুখ। তিনি সম্প্রতি বলেছেন, পরিবারকে কথা দিয়েছেন, আর কোনও বিতর্কে জড়াবেন না। কিন্তু ইডি-র এই নোটিসে বিপাকে পড়ে গেলেন বলিউড বাদশা। আর/১০:১৪/২৪ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2nkVOOg
March 25, 2017 at 05:47AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top