কলকাতা, ২৪ মার্চ- রাজ্যে মন্ত্রীদের প্রথম পাঁচ বছরে বিপুল সম্পত্তি বেড়েছে। মন্ত্রীরা নিজেই সেই সম্পত্তি বৃদ্ধির কথা স্বীকার করেছেন হলফনামায়। আতঙ্ক আর কাটছে না শাসক দলের। নারদ আতঙ্কের মাঝেই নতুন চিন্তা এনে দিল মন্ত্রীদের সম্পত্তি সংক্রান্ত মামলা। রাজ্যে মন্ত্রীদের প্রথম পাঁচ বছরে বিপুল সম্পত্তি বেড়েছে। মন্ত্রীরা নিজেই সেই সম্পত্তি বৃদ্ধির কথা স্বীকার করেছেন হলফনামায়। বিপ্লব চৌধুরী নামে এক ব্যক্তি মামলা করেন। ১৯ জন বিধায়কের বিরুদ্ধে মামলা হয়। তাতে বলা হয়েছে ২০১১ সালে এই বিধায়কদের যে পরিমাণ সম্পত্তি ছিল, ২০১৬-য় নির্বাচন কমিশনে দেওয়া হলফনামা অনুযায়ী তা ২০০-৩০০ গুণ বেড়েছে। এমনকী কারও ক্ষেত্রে দুহাজার গুণ সম্পত্তি বেড়েছে মাত্র পাঁচ বছরে। হলফনামায় সম্পত্তির পরিমাণ জানাতে হলেও নির্বাচন কমিশনকে আয়ের উৎস জানাতে হয় না। এ বার সেই সম্পত্তি বৃদ্ধির কারণ ও আয়ের উৎস জানতে সিবিআই তদন্তের দাবি জানানো হয়েছে কলকাতা হাইকোর্টে। শুক্রবার এই মামলার শুনানি ছিল হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিশীথা মাত্রে ও বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে। এই বেঞ্চই নারদকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দেয়। এ বার সম্পত্তি মামলায় চারসপ্তাহের মধ্যে রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে হলফনামা জমা দিতে বলল আদালত। নারদে অভিযুক্ত তিন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায় ও ফিরহাদ হাকিমের নামও রয়েছে অতিরিক্ত সম্পত্তি বৃদ্ধির এই মামলায়। নাম রয়েছে কলকাতা পুরসভার ডেপুটি মেয়র ইকবাল আহমেদ, বিপর্যয় মোকাবিলা দফতরের মন্ত্রী জাভেদ খানের। এছাড়াও এক ডজন তৃণমূল কংগ্রেসের মন্ত্রী-বিধায়কের নামও রয়েছে ওই তালিকায়। আর/১০:১৪/২৪ মার্চ
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2nMSFbc
March 25, 2017 at 05:52AM
Home
»
ওপার বাংলা
» নারদ আতঙ্কের মাঝে অন্য শঙ্কা, মন্ত্রীদের সম্পত্তি বৃদ্ধি নিয়ে জানুন কী বলল আদালত
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন