জুহির আত্মগোপনের হাল-হকিকত

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, জলপাইগুড়িঃ জলপাইগুড়ির শিশুপাচারকাণ্ডের সঙ্গে জড়িত চন্দনা চক্রবর্তী গ্রেফতারের ৮-৯ দিন পরে মঙ্গলবার গ্রেফতার হল মূল অভিযুক্ত জুহি চৌধুরি। প্রথমে ময়নাগুড়িতে। এরপর শিলিগুড়িতে ২ দিন আত্মগোপন করে থেকে পরে বয়ফ্রেন্ডের সাহায্যে নেপালে যান। বয়ফ্রেন্ডের সাহায্যেই বাতাসিতে বয়ফ্রেন্ডের বাড়িতেই আত্মগোপন করে জুহি। এমনই তথ্য উঠে এল গোয়েন্দাদের কাছে।

বাতাসি থেকে ফাঁদ পেতে নেপাল-ভারত সামান্তে এনে ধরা হয় জুহিকে। সাহায্য করে বয়ফ্রেন্ডের আত্মীয়। দুজন সিআইডি অফিসার সন্ন্যাসীর ছদ্মবেশে গ্রেফতার করে জুহিকে।

শৃঙ্খলাভঙ্গের অপরাধে বিজেপির সাধারণ সম্পাদক ও দলের সমস্ত পদ থেকে সরানো হল জুহিকে। জুহির বাবা রবীন্দ্র নারায়ণ চৌধুরিকে সরানো হল বিজেপির রাজ্য কমিটি থেকে।

বুধবার জলপাইগুড়ি আদালতের সামনে জুহির কড়া শাস্তির দাবিতে বিক্ষোভ দেখায় সাধারণ মানুষ।



from Uttarbanga Sambad http://ift.tt/2lWh7Dt

March 01, 2017 at 06:43PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top