মুম্বাই, ০১ মার্চ- গতবছর থেকেই খবরে প্রকাশ, সঞ্জয় দত্তের বায়োপিক নির্মাণ করছেন রাজকুমার হিরানি। আর এতে সঞ্জয় রূপে পর্দায় আসবেন রণবীর কাপুর। বহুল আকাঙ্ক্ষিত এই ছবির শুটিং শুরু হয়েছে। এর আগে থেকেই সঞ্জয় দত্তের লুক পেতে নিজেকে বেশ পরিবর্তন করতে শুরু করেছিলেন রণবীর। সেই অনুযায়ী এবার নিজের পুরো শরীরে সঞ্জয় দত্তের মতো হুবহু একই ট্যাটু করাতে চলেছেন তিনি। সঞ্জয় দত্ত এবং রণবীর কাপুর। ইতিমধ্যেই খলনায়কের লুক আনতে ১৩ কেজি ওজন বাড়িয়ে ফেলেছেন রণবীর। নব্বই দশকের সঞ্জয় দত্তের মতো তাকেও দেখা গেছে লম্বা চুলে এবং শার্টের উপর জ্যাকেট পরে শুটিং করতে। তাকে আয়ত্ত করতে নাকি ২০০ ঘণ্টা দেখেছেন সঞ্জয় দত্তের বিভিন্ন ভিডিও ফুটেজ। এখন অবশ্য সঞ্জয় দত্তের অল্প বয়সের দিনগুলির শুটিং চলছে। যেখানে রণবীরকে দেখা গেছে রোগা পাতলা চেহারা এবং লম্বা চুলে। সঞ্জয় দত্তের সাজে রণবীর কাপুর। এর পাশাপাশি রণবীর জানিয়েছেন, ট্যাটু আর্টিস্টকে দিয়ে আঁকাতে চান সঞ্জয় দত্তের মতো একইরকম ট্যাটু। যদিও ছবির চরিত্রের জন্য ট্যাটু রণবীরের কাছে প্রথম নয়। এর আগে ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি-র চরিত্রের জন্য কবজিতে ট্যাটু করিয়েছিলেন তিনি। উল্লেখ্য, এই ছবিতে রণবীর ছাড়াও অভিনয় করছেন মনীষা কৈরালা, পরেশ রাওয়াল, দিয়া মির্জা, আনুশকা শর্মা। ছবির চিত্রনাট্য এবং পরিচালনা করছেন বলিউডের প্রখ্যাত নির্মাতা রাজকুমার হিরানি। সূত্র- দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আর/১৭:১৪/০১ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2lWn6s5
March 02, 2017 at 12:52AM
01 Mar 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top