ঢাকা, ১৩ মার্চ- মাহমুদুল্লাহর দেশে ফেরার সিদ্ধান্ত তার ব্যক্তিগত বলে জানিয়েছেন বাংলাদেশে ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসানস পাপন। শ্রীলংকার বিপক্ষে গল টেস্টের দুইনিংসে ব্যাট হাতে ব্যর্থ হওয়ায় কলম্বোয় বাংলাদেশের শততম টেস্টের স্কোয়াড থেকে বাদ পড়েছেন মিডল অর্ডার ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ। একই সঙ্গে গুঞ্জন ছিল ওয়ানডে সিরিজেও খেলানো হবে না তাকে। যে কারণে দেশে ফিরে আসছেন তিনি। আজ বিকেলে সংবাদ সম্মেলন ডেকে বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন জানান, শততম টেস্টে মাহমুদউল্লাহর না থাকা নিশ্চিত। কিন্তু ওয়ানডে দলে তার থাকার সম্ভাবনা উড়িয়ে দেননি তিনি। বোর্ড প্রধান বলেন, ওয়ানডে দলে মাহমুদুল্লাহর না থাকার কোনও কারণ নেই। তার দেশে ফেরার খবর সম্পর্কে বোর্ড কিছু জানে না। দেশে ফেরার সিদ্ধান্তটা তার ব্যক্তিগত। আগামী ১৫ মার্চ কলম্বোর পি সারা ওভালে শ্রীলঙ্কার বিপক্ষে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। যদিও কলম্বোয় দলের ম্যনেজার খালেদ মাহমুদ সুজন সাংবাদিকদের জানিয়েছেন টিম ম্যানেজমেন্ট তাকে দেশে ফিরতে বলেছে, তবে নির্বাচকরা চাইলে ওয়ানডে টি-২০ সিরিজে ফিরতে পারেন তিনি। বাসস। আর/১০:১৪/১৩ মার্চ
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2nmfMWT
March 14, 2017 at 04:41AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন