মুম্বাই, ১৭ মার্চ- আবার ভারতীয় সেনা ও তাঁদের পরিবারের পাশে দাঁড়ালেন অক্ষয় কুমার। সুকমায় নিহত জওয়ানদের পরিবারপিছু ৯ লক্ষ করে মোট ১ কোটি ৮ লাখ টাকা দান করে আলোচনায় আসেন এই বলিউড তারকা। গত ১১ মার্চ ছত্তিশগড়ের সুকমায় মাওবাদীদের হাতে নিহত হন ১২ জন সিআরপিএফ জওয়ান। মর্মান্তিক এই বিষয়টি অনেকেরই মন ছুঁয়ে গিয়েছে। অনেকেই সেনার পাশে দাঁড়িয়েছেন, যাঁরা এই আক্রমণ করেছেন, তাঁদের ধিক্কার জানিয়েছেন। কিন্তু বলিউডি তারকা নিছক টুইট বা বিবৃতির মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখেননি। উদ্বিগ্ন অক্ষয় যোগাযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রালয়ের সঙ্গে। জানান, এই জওয়ানদের পরিবারের জন্য তিনি কিছু করতে চান। তাঁকে যেন ১২ জন শহিদের পরিবারের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দেওয়া হয়। অক্ষয়ের এই উদ্যোগকে স্বাগত জানান সেনা কর্তারাও। তাঁকে ১২ জন শহিদের পরিবারের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দেওয়া হয়। অক্ষয় প্রত্যেকটি অ্যাকাউন্টে ৯ লাখ টাকা, অর্থাৎ মোট ১ কোটি ৮ লাখ টাকা জমা করেন। সিআইএসএফএর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, সেনার প্রতি ও দেশের প্রতি অক্ষয় কুমার কতটা শ্রদ্ধাশীল, তা এই আচরণে বোঝা যায়। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং অক্ষয়কে অভিনন্দন জানিয়ে বলেন, তাঁর এই ভূমিকা অন্যদের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে। এফ/২২:০০/১৭ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2mAsUGh
March 18, 2017 at 03:59AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top